ইংরেজি শুভ নববর্ষের প্রথম দিনেই বড়মুড়া ইকো পার্কে বনভোজন পিপাসুদের পদা চারণে ম ম করে উঠলো-Sabu Tripura

 

সবুজ ত্রিপুরা 
৩ জানুয়ারি

সোমবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ ইংরেজি শুভ নববর্ষের প্রথম দিনেই হাতাই কতর অর্থাৎ বড়মুড়া ইকো পার্কে বনভোজন পিপাসুদের পদা চারণে ম ম করে উঠলো। রাজ্যের বিভিন্ন 

প্রান্ত থেকে বনভোজন পিপাসুরা ইংরেজি নববর্ষের প্রথম দিনেই বনভোজন করার জন্য বড়মুড়া ইকোপার্কে ভিড় জমায়। এতে বনদপ্তরের রাজস্ব আদায়ের ক্ষেত্রে অনেকটাই সহায়ক হবে। ইংরেজি নববর্ষের প্রথম দিন অর্থাৎ শনিবার সকাল থেকেই বনভোজন পিপাসুরা বড়মুড়া ইকোপার্কে আসে। বনভোজন প্রেমীরা নিজেদের ছন্দে বেশ আমোদ-

প্রমোদ করতেও দেখা গেল। তবে বনভোজন প্রেমীদের মধ্যে কোভিড ১৯ এর ভেরিয়ান ওমিক্রন এর বিধি নিষেধ গুলির মান্যতা দেয়নি বনভোজনে এসে বনভোজন পিপাসুরা।যা অনেকটাই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ইংরেজি নববর্ষের প্রথম দিনে হাতাই কতর অর্থাৎ বড়মুড়া ইকোপার্কে  বনভোজনে এসে এক বনভোজন পিপাসু জানান, এদিন এই ইকোপার্কটি যেমন সুন্দরতম এবং দেখার মতো। পার্কে আসা মানেই কেবল বনভোজন নয়। পার্কে শিক্ষা গ্রহণের জন্য অনেক বিষয়বস্তু ও থাকে। অপরদিকে  হাতাই 

কতর ইকোপার্কে কর্মরত অবস্থায় থাকা বনদপ্তরের একঅধিকারীক জানান, ২০২২সালের বছরের প্রথম দিনে প্রায় ৬০০ এর অধিক বনভোজন পিপাসুদের সমাগম ঘটে। কিন্তু দিনের তাপমাত্রা যত বাড়তে থাকবে ঠিক তেমন বনভোজন পিপাসূরাও তত ভিড় জমাবে।তবে বড়মুড়া ইকোপার্কে বনভোজন পিপাসুদের মধ্যে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পর্যাপ্ত পরিমাণে পুলিশকর্মী এবং বন কর্মী মোতায়েন রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu