অনূর্ধ্ব ১৪ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন তেলিয়ামুড়ার বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
৩ জানুয়ারি

সোমবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ তেলিয়ামুড়া ক্রিকেট এসোসিয়েশন পরিচালিত স্কুল ভিত্তিক অনূর্ধ্ব ১৪ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন তেলিয়ামুড়ার বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়।শনিবার সকাল ৯ 

ঘটিকায় তেলিয়ামুড়া ভগৎ সিং মিনি স্টেডিয়ামে কবিনজরুল বিদ্যাভবন বনাম বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মুখোমুখি হয়। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কবিনজরুল বিদ্যাভবন। নির্ধারিত ৪০ ওভারের মধ্যে ৩৭ ওভার ১ বলে সবকটি উইকেট হারিয়ে ৯২ রান করতে সক্ষম হয় কবিনজরুল বিদ্যাভবন। দলের পক্ষ থেকে সর্বাধিক রান করে নবজিত কর। তার সংগ্রহকৃত রান ২৯ বলে ২৫, যার মধ্যে তিনটি ৪ এবং একটি ৬ ছিল। তাছাড়া অধিনায়ক ওঙ্কার মল্লিক ৯৮ বলে ২৪ রান করে যার মধ্যে তিনটি ৪ ছিল। বল হাতে বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পক্ষে দ্বীপতনু মালাকার ৬ ওভারে ১২ রান দিয়ে 

চার (৪)টি মূল্যবান উইকেট সংগ্রহ করে।জবাবে খেলতে নেমে বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ২৮ ওভার ৫ বলে ৯ টি উইকেট হারিয়ে ৯৬ রান তুলে নিজেদের জয় নিশ্চিত করে। ফলে ১ উইকেটে জয়ী হয় বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। একটা সময় বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ৯ উইকেট হারিয়ে ৫৪ রান সংগ্রহ করে হারতে বসেছিল তারা। সেই জায়গায় বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অধিনায়ক পঙ্কজ দাস এবং শেষ ব্যাটসম্যান রাজদীপ দাস কে সঙ্গে নিয়ে ৪২ রানের পার্টনারশিপের মধ্য দিয়ে নিজেদের জয় নিশ্চিত করে। অধিনায়ক পঙ্কজ দাস দলের পক্ষে 

সর্বাধিক ৪৬ বলে অপরাজিত ৩৯ করে, এরমধ্যে ছিল আটটি ৪। অপরদিকে আরেক ব্যাটম্যান গৌরব সরকার ৩৪ বলে ২৭ রান করে যার মধ্যে পাঁচটি ৪ মার ছিল।বল হাতে নিয়ে কবি নজরুল বিদ্যালয়ের পক্ষে ওঙ্কার মল্লিক এবং শুভ্রদ্বীপ দেবনাথ ভালো বোলিং করে। ওঙ্কার মল্লিক ৮ ওভারের মধ্যে ২ টি মেডেন ও ৩২ রান দিয়ে চার (৪)টি উইকেট তুলে নেয়। অপর বোলার শুভদীপ দেবনাথ ৮ ওভারের মধ্যে ৪ টি মেডেন দিয়ে ৭ রানে ৩ টি মূল্যবান উইকেট দখল করে।যদিও তাদের এই সফলতা কাজে আসেনি বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অধিনায়ক পঙ্কজ দাসের সামনে।তবে অনূর্ধ্ব ১৪ স্কুল ভিত্তিক টুর্নামেন্টের এই ফাইনাল ম্যাচ কে ঘিরে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu