বিশালগড় প্রেসক্লাবে নেতাজীর জন্ম জয়ন্তী উদযাপন-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

২৫ জানুয়ারি
মঙ্গলবার
বিশালগড়   প্রতিনিধিঃ রবিবার সকাল ৯ টা বিশালগড় প্রেসক্লাবে যথাযোগ্য মর্যাদায় সহিত নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়। 

নেতাজীর জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। বিশালগড় প্রেসক্লাবে প্রথমে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়েন্তী উপলক্ষে নেতাজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিশালগড় প্রেসক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ, বিশালগড় প্রেসক্লাবের সহ-সভাপতি সমীর ভৌমিক, সম্পাদক তাজুল ইসলাম, সহ সম্পাদক খোকন ঘোষ ,সিপাহী  জলা জেলা প্রেসক্লাবের সভাপতি উদয়ন চৌধুরী, বিশালগড় প্রেসক্লাবের কার্যকরী কমিটি সদস্য হারাধন দেবনাথ, মহকুমা কর্মরত সাংবাদিক গৌতম ঘোষ, পাপন দেব, রাসেল আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এক এক করে প্রেস ক্লাবের সদস্যরা নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। 

এছাড়া নেতাজীর জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা করেন বিশালগড় প্রেসক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ, সম্পাদক তাজুল ইসলাম মহকুমা সাংবাদিক গৌতম ঘোষ। বিশালগড় প্রেসক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ আলোচনা করতে গিয়ে বলেন  নেতাজির অন্তর্ধান সম্পর্কে আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি, নেতাজি কি কতটুকু সম্মান জানাতে পেরেছি, নেতাজি সুভাষচন্দ্র বসুর ২৩ শে জানুয়ারি জন্মদিন হিসেবে পালন করে থাকি, উনার দেশপ্রেম ভারতবাসীর মনে কতটুকু জাগ্রত করতে পেরেছি। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে ভারতবর্ষের সরকার প্রতিটি নাগরিকদের সুভাষচন্দ্র বসুকে আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, নেতাজী সুভাষচন্দ্র বসুকে আরো বেশি করে  মজবুত করতে এক দেসাত্ব বাদী কষ্ট ঐক্যবদ্ধ মজবুত করতে হবে । 
এছাড়া আলোচনা করেন বিশালগড় প্রেসক্লাবের সম্পাদক তাজুল ইসলাম এবং গৌতম ঘোষ বিস্তারিতভাবে নেতাজী সুভাষচন্দ্র বসুর জীবনী নিয়ে আলোচনা করেন। ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে এই প্রথমবারের মতো বিশালগড় প্রেসক্লাবে উদযাপন করা হয় সাংবাদিক উপস্থিতি ছিল  লক্ষণীয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu