জাতীয় সড়কে গাড়ি চেকিং অভিযান-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা 
১৯ জানুয়ারি
বুধবার
বিশালগড় প্রতিনিধিঃ সিপাহীজলা মোটর ভেহিকেল ইন্সপেক্টর দিবাকর দাসের নেতৃত্বে বিশালগড় মহকুমার অন্তর্গত গোকুলনগর বিএসএফ ক্যাম্প সংলগ্ন জাতীয় সড়কে গাড়ি চেকিং অভিযানে নামলেন।

জানা যায় বুধবার দুপুর ১২:৩০ নাগাদ সিপাহী জলা মোটর ভেহিকেল এক প্রতিনিধি দল গোকুলনগর বিএসএফ ক্যাম্প জাতীয় সড়কে টি এস আর এবং পুলিশ নিয়ে যে সমস্ত যানবাহনের কাগজপত্র সঠিক নেই পাশাপাশি যাদের মুখে মাক্স নেই তাদেরকে আটকে ফাইন আদায় করা হলো। 

মোটর ভেহিকেল ইনস্পেক্টর দিবাকর দাস সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান তাদের অভিযান সিপাহীজলা জেলায় প্রতিদিন দুটি স্থানে পৃথক পৃথক অভিযান চালানো হয়। 
তিনি আরো জানান বিশেষ করে সারাবিশ্বে এবং ছোট্ট ত্রিপুরা রাজ্যে যে হারে করোনা সংক্রমণ বেড়েই চলছে তার উপর ভিত্তি করে যারা মাক্স এবং গাড়িতে অতিরিক্ত যাত্রী বহন করছে এবং হেলমেটবিহীন বাইক চালক এবং বাইক আরোহীদের উপর নজর বিশেষ করে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu