সবুজ ত্রিপুরা
১০ জানুয়ারি
বিশালগড় প্রতিনিধিঃ ঘটনার বিবরণে জানা যায় গত ৩০ ডিসেম্বর কলকলিয়া এলাকায় ধানক্ষেত জমিতে ধানকাটা কেন্দ্র করে সুমন সিনহা এবং টিটু সরকারের মধ্যে
বাকবিতণ্ডা শুরু হয় পরবর্তী সময় সুমন সিনহা টিটু সরকার কে ধানের বাড় দিয়ে মাথায় আঘাত করে টিটু সরকার মাটিতে লুটিয়ে পড়ে পরবর্তী সময় টিটু সরকারের পরিবারের লোকজন বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে
কর্তব্যরত চিকিৎসক উনার অবস্থা অবনতি দেখে জিবি হাসপাতালে রেফার করে দীর্ঘ চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ৪ জানুয়ারি মৃত্যুর কোলে ঢলে পড়ে টিটু সরকার পরবর্তী সময়ে উনার পরিবারের সদস্যরা বিশালগড় থানা মানিক সিনহা এবং উনার পুত্র সুমন সিনহার বিরুদ্ধে খুনের মামলা করে বিশালগড় থানার পুলিশ গতকাল কলকলিয়া থেকে মানিক সিনা কে গ্রেপ্তার করে নিয়ে আসে।
মানিক সিনহা অভিযোগ উনার পুত্র সুমন সিনহা টিটু সরকার কে খুন করেছে উনি নির্দোষ উনার পুত্র যাতে সাজা হয় সেই বিষয়ে সংবাদমাধ্যমের কাছে তুলে ধরেন পাশাপাশি তিনি আরো বলেন বিশালগড় থানা পুলিশ উনাকে জড়িত না থাকায় নিয়ে আসা হয়। পুলিশ মানিক সিনহাকে শনিবার দুপুর বেলা বিশালগড় মাননীয় আদালতে প্রেরণ করে ।
0 মন্তব্যসমূহ