শিলাছড়িতে বিশ্ব এইডস দিবস উদযাপন-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

০২ ডিসেম্বর

বৃহস্পতিবার

নিজেস্ব   প্রতিনিধিঃ শিলাছড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ও মহাবোধি স্কুল সোসাইটির সহযোগিতায় গতকাল বিশ্ব এইডস দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়।

মহাবোধি বিদ্যালয় মাঠে আয়োজিত এই আলোচনাচক্রে উপস্থিত ছিলেন বিধায়ক বুর্বামোহন ত্রিপুরা, সিডিপিও জন্মেজয় চাকমা, দেব, সমাজসেবী কমল দেওয়ান প্রমুখ।

                        হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

আলোচনাচক্রে বিধায়ক বুর্বামোহন ত্রিপুরা এইডস প্রতিরোধে সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন। তাছাড়াও আলোচনাচক্রে এইডস সচেতনতা নিয়ে বক্তব্য রাখেন শিলাছড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার ও স্বাস্থ্য কর্মীগণ। 

বিশ্ব এইডস দিবস উদযাপন উপলক্ষে মহাবোধি বিদ্যালয় মাঠে একটি গ্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu