সবুজ ত্রিপুরা
২৯ ডিসেম্বর
বুধবার
পানিসাগর প্রতিনিধিঃ বিগত দশ দিন থেকে ব্যাংকে ইন্টারনেট পরিষেবা না থাকার কারণে সম্পূর্ণভাবে লেনদেন বন্ধ হয়ে আছে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমা
ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পানিসাগর শাখায়। বিগত প্রায় ১০ দিন থেকে শাখায় ইন্টারনেট পরিষেবা না থাকার কারণে সাধারণ গ্রাহকগণ প্রতিদিন ব্যাংকে আসার পরও খালি হাতে ফেরত যেতে বাধ্য হচ্ছেন তাতে গ্রাহকদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। সাধারণ গ্রাহকদের সাথে কথা বলে
জানা যায় বিগত ১০ দিন থেকে ব্যাংকে কোন প্রকার লেনদেন করতে না পাড়ায় অর্থাভাবে দিন যাপন করতে হচ্ছে। কারো কারো সরকারি আবাস যোজনার টাকা সময়মত উঠাতে না পারার কারণে কর্মরত শ্রমিক ও রাজমিস্ত্রি গণ রেখে দিয়েছে। অনেকের আবার চিকিৎসার জন্য অর্থাভাবে ঔষধপত্র কিনতে পারছেন না। এমন পরিস্থিতিতে বিশাল সমস্যায় পড়েছেন ব্যাংকে কর্মরত আধিকারিক গান। পানিসাগর গ্রামীণ ব্যাংক শাখার কর্মরত ম্যানেজার সংবাদ প্রতিনিধি কে জানান যে বিগত দশ দিন
থেকে তাদের নতুন সার্ভার সাইটটি সঠিকভাবে কাজ করছে না। বিগত কয়েক মাস থেকেই বারবার নেট পরিষেবা ব্যাহত হচ্ছে এমনকি শেষ দশ দিন যাবত সম্পূর্ণভাবে পানিসাগর গ্রামীণ ব্যাংক শাখা নেট পরিষেবা বন্ধ হয়ে যায় উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে বিষয়টি সমাধানের আরজি জানালেও সমস্যার সুষ্ঠু সমাধান হয়ে উঠছে না। তাতে গ্রাহকদের প্রচন্ডভাবে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।তবে এক দু দিনের মধ্যে সমস্যা নিরসন হতে পারে বলে আশা ব্যক্ত করেন। এখন দেখার বিষয় ত্রিপুরা গ্রামীণ ব্যাংক পানিসাগর শাখার ইন্টারনেট পরিষেবা চালু করে কত দিনের মধ্যে গ্রাহকদের দুর্দশা দূর করা হবে।
0 মন্তব্যসমূহ