সবুজ ত্রিপুরা
২৯ ডিসেম্বর
বুধবার
কদমতলা প্রতিনিধিঃ ঘটনায় একেবারে রাস্তায় বসার উপক্রম ক্ষতিগ্রস্ত দোকান মালিকের। ঘটনা কদমতলা থানাধীন কালাগাঙ্গের পার পঞ্চায়েতের ৫নং ওয়ার্ডে।
দোকান মালিক জাকির হোসেন তফাদার জানান, সোমবার রাতে ধর্মনগর থেকে দুই গাড়ি মোদি সামগ্রী উনার দোকানে নিয়ে আসেন তারপর যথারীতি বেচাকেনা করে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরদিন অর্থাৎ গতকাল সকালে
কদমতলা পুলিশ ও কালাগাঙ্গেরপাড় পঞ্চায়েতের প্রধানসহ অন্যান্যরা ছুটে আসেন এবং সমস্ত ঘটনার তদন্ত করেন। জানা যায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় আড়াই লক্ষ টাকা। অবশ্য দোকান মালিক সন্দেহজনক কয়েকজনের নাম জানিয়ে লিখিত অভিযোগ করেছেন কদমতলা থানায়। এখন দেখার পুলিশ এই ঘটনার আসল রহস্য বের করতে পারে কিনা।
0 মন্তব্যসমূহ