নাশকতার আগুনে পুড়ে ছাই একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
২৯ ডিসেম্বর

 বুধবার

কদমতলা প্রতিনিধিঃ  ঘটনায় একেবারে রাস্তায় বসার উপক্রম ক্ষতিগ্রস্ত দোকান মালিকের। ঘটনা কদমতলা থানাধীন কালাগাঙ্গের পার পঞ্চায়েতের ৫নং ওয়ার্ডে। 

দোকান মালিক জাকির হোসেন তফাদার জানান, সোমবার রাতে ধর্মনগর থেকে দুই গাড়ি মোদি সামগ্রী উনার দোকানে নিয়ে আসেন তারপর যথারীতি বেচাকেনা করে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরদিন অর্থাৎ গতকাল সকালে 

ওনার স্ত্রী দোকানে এসে দেখতে পান দোকানে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি করতেই আশপাশের লোকজন বেরিয়ে আসেন এবং আগুন আয়ত্তে আনেন। অবশ্য ততক্ষণে একটি দুষ্কৃতিকারী দল দোকানের সমস্ত সামগ্রী হাতিয়ে নিয়ে দোকানে আগুন ধরিয়ে চলে যায় বলে জানান দোকান মালিক। খবর দেওয়া হয় কদমতলা থানায়। 
কদমতলা পুলিশ ও কালাগাঙ্গেরপাড় পঞ্চায়েতের প্রধানসহ অন্যান্যরা ছুটে আসেন এবং সমস্ত ঘটনার তদন্ত করেন। জানা যায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় আড়াই লক্ষ টাকা। অবশ্য দোকান মালিক সন্দেহজনক কয়েকজনের নাম জানিয়ে লিখিত অভিযোগ করেছেন কদমতলা থানায়। এখন দেখার পুলিশ এই ঘটনার আসল রহস্য বের করতে পারে কিনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu