সবুজত্রিপুরা ১১ ডিসেম্বর শনিবার তেলিয়মুড়া প্রতিনিধিঃ গত ২০১৮ সালে রাজ্যে বিজেপি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তেলিয়ামুড়া আর ডি ব্লকের অধীনে সুর্দু করকরি এডিসি ভিলেজের কেরলেং বাসীদের দাবিমতো ছড়ার উপর টানা একটি ফুট ওয়ার্
সেতু নির্মাণ করে দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে।এতে কেরলেং বাসীরা উৎফুল্লিত হয়েছিল যোগাযোগ বা যাতায়াতের ক্ষেত্রে নতুন অধ্যায় এর সূচনা প্রত্যক্ষ করে। কিন্তু রাজ্যে বিজেপি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাঙ্কখল বাজার থেকে কেরলেং যাতায়াতের জন্য পিচ ঢালা
রাস্তা পায়নি বর্তমানে ও। এনিয়ে এলাকাবাসীদের মধ্যেচাপা ক্ষোভ বিরাজ করছে।এলাকাবাসীরা পিচ ঢালা রাস্তা বা বর্তমানের ভগ্নদশা রাস্তাটি সংস্কার করে দেওয়ার জন্য স্থানীয় ভিলেজ, এবং তেলিয়ামুড়া আরডি ব্লক প্রশাসনকে বহুবার দাবী জানিয়েছিল।
কিন্তু এলাকাবাসীদের স্বার্থে প্রশাসনের সম্বিত ফিরে আসেনি। এদিকে কেরলেং ভগ্নদশা রাস্তায় চলাচলরত এক অটোচালক জানান, রাস্তাটি খুবই খারাপ। বর্ষা মরশুমে রাস্তাটি কদমাক্ত হয়ে থাকে।যার ফলে মুমূর্ষ অসুস্থ মানুষকে কাঁদে ভার বহন করে রঙ্খল বাজার পর্যন্ত নিয়ে আসতে হয় বলে অভিযোগ করে জানায়। আর শুখা মরশুমে গুটিকয়েক যাত্রীবাহী অটো গাড়ি যাতায়াত করে খুরিয়ে খুরিয়ে। এলাকাবাসীদের দাবী কেরলেং রাস্তাটি যাতে দ্রুত সংস্কার করে দেয় প্রশাসন ।
0 মন্তব্যসমূহ