তেলিয়ামুড়া পৌর পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

১০ ডিসেম্বর

শুক্রবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ বৃহস্পতিবার এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে তেলিয়ামুড়া পৌর পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্র তথা তেলিয়ামুড়া টাউন

হলের হল গৃহে। এদিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়কা কল্যাণী রায়, এছাড়াও এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের

               হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

বিধায়ক অতুল দেববর্মা, খোয়াই জেলা পরিষদের সহ-সভাপতি হরি শঙ্কর পাল সহ তেলিয়ামুড়া মহকুমা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, বিশিষ্ট সমাজ সেবক রঞ্জিত সূত্রধর সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এ দিনের শপথ গ্রহণ অনুষ্ঠানের শুভ-উদ্বোধন করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। এদিনের অনুষ্ঠানে তেলিয়ামুড়া পৌর পরিষদের ১৫ টি ওয়ার্ডের নব নির্বাচিত সদস্য সদস্যাদের শপথ বাক্য পাঠ করান মহকুমা শাসক তথা মোহাম্মদ সাজ্জাদ পি।এদিন এ শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন তেলিয়ামুড়া পৌর পরিষদের নব নির্বাচিত সদস্য তথা পৌর পিতা হিসেবে রূপক সরকার, সহকারী পৌর পিতা হিসেবে মধুসূদন রায় সহ চেয়ারম্যান ইন কাউন্সিলর পদে শপথ গ্রহণ করেন নিতীন কুমার সাহা, বিমল রক্ষিত, মালাশ্রী সাহা পাল, রিঙ্কু ভৌমিক দেব,সহ ইন্দ্রজিৎ দাস। এবং বাকি কাউন্সিলররা।এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়িকা কল্যাণী রায় বলেন এলাকার উন্নয়নের স্বার্থে নব নির্বাচিত সদস্য সদস্যরা যেন নিষ্ঠা ভাবে কাজ করবেন।

তাছাড়া বিধায়িকা নব-নির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস-চেয়ারম্যানের কাছে আহ্বান রাখেন তেলিয়ামুড়া বাসী যে আশা এবং বিশ্বাস নিয়ে ভোট দিয়েছেন এবং বাকি ১৩ জন সহ মোট ১৫ জন কাউন্সিলর কে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন তারা যেন তেলিয়ামুড়া বাসীর উন্নয়নের স্বার্থে কাজ করেন। তাছাড়া বিধায়িকা বলেন,, এক সুন্দর তেলিয়ামুড়া গড়ার যে স্বপ্ন ছিল তা পূরণের লক্ষ্যমাত্রা কে সামনে রেখে ২০১৮ সাল থেকে সদ্য প্রাক্তন হওয়া চেয়ারম্যান নীতিন সাহার নেতৃত্বে তেলিয়ামুড়া  পৌর পরিষদ যেভাবে কাজ করেছেন ঠিক সেইভাবেই সদ্য চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সদ্য প্রাক্তন হওয়ার চেয়ারম্যান নিতীন কুমার সাহা কে পাশে নিয়ে তেলিয়ামুড়া বাসীর উন্নয়নের স্বার্থে কাজ করে যাবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu