তেলিয়ামুড়া প্রতিনিধিঃ ভারত সরকারের স্বচ্ছতা পাখওয়াদা কর্মসূচির অঙ্গ হিসেবে গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে বি.এস.এফ তেলিয়ামুড়া সেক্টর হেডকোয়ার্টারের
উদ্যোগে ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর ব্যাপী জনবহুল এলাকায় স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি স্থিত রেল স্টেশন সহ এর আশপাশ এলাকায় সাফাই কর্মসূচি করে তেলিয়ামুড়া বি.এস.এফ ১১৯ এবং ৮০ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত
ছিলেন বি.এস.এফ তেলিয়ামুড়া সেক্টর হেডকোয়ার্টার কমান্ডেন্ট অনিল টিথা ১১৯ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট আর.এস ত্রিবেদী সহ উচ্চপদস্থ আধিকারিক এবং জওয়ানরা। এদিন বি.এস.এফ জওয়ানরা উৎসবের মেজাজে সাফাই কর্মসূচিতে হাত লাগায়।এ প্রসঙ্গে বলতে গিয়ে বি.এস.এফ-এর এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন ১
থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত তেলিয়ামুড়া শহর এলাকার বিভিন্ন জনবহুল এলাকায় সাফাই কর্মসূচিতে হাত লাগাবে তারা। এই সাফাই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো, সাধারণ মানুষজনকে স্বচ্ছতার প্রতি সজাগ করা এবং সাধারণ মানুষজনকে সাফাই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য অনুপ্রাণিত করা।
0 মন্তব্যসমূহ