টিএসআর পঞ্চম ব্যাটেলিয়ানের জোয়ানের মধ্যে গোলাগুলি মৃত একজন আহত একজন-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

০৪ ডিসেম্বর

শনিবার

বিশালগড় প্রতিনিধিঃ বিশালগড় গোকুলনগর কোনাবন জিসিএস ও এনজিসি কর্মরত  টিএসআর পঞ্চম ব্যাটেলিয়ানের জোয়ানের মধ্যে গোলাগুলি মৃত একজন আহত একজন। 

জানা যায় সুকান্ত দাস টিএসআর পঞ্চম ব্যাটেলিয়ানের জোয়ান শনিবার সকাল ১০ টায় অপর দুজন টিএসআর লক্ষ্য করে গুলি মারে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে একটু হয় মাকে সিং জমাতিয়ার অন্য আরেকজন টিএসআর  

                        হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

কিরন জমাতিয়া আহত হয়। অন্যদিকে টিএসআর জোয়ান সুকান্ত দাস ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে নিজে দৌড়ে গিয়ে মধুপুর থানায় আত্মসমর্পণ করেন । 

গোকুলনগর পঞ্চম ব্যাটেলিয়ানের চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা যায় আহত কিরণ জমাতিয়াকে মধুপুর হাসপাতাল থেকে আগরতলা টিএমসি তে রেফার করা হয়েছে ‌। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu