অজ্ঞাত পরিচিত এক নবজাতক মৃত শিশু উদ্ধার-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
৩১ ডিসেম্বর

শুক্রবার

কদমতলা প্রতিনিধিঃ  অজ্ঞাত পরিচিত এক নবজাতক মৃত শিশু উদ্ধার হল চুড়াইবাড়ি সেলট্যাক্স এলাকায়। এই ঘটনায় ছিঃ ছিঃ রব বইছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, 

বৃহস্পতিবার দুপুর ২ টা নাগাদ চুড়াইবাড়ি সেলট্যাক্স কমপ্লেক্সের পাশে একটি পরিত্যক্ত জায়গায় স্থানীয় লোকজনরা একটি পলিথিনের ব্যাগে ওই নবজাতক শিশুকে দেখতে পান। তারপর সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়।চুড়াইবাড়ি থানার ওসি জয়ন্ত দাস ঘটনাস্থলে ছুটে এসে 

শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এই ছেলে শিশুটিকে দেখে প্রাথমিকভাবে বলেন তার জন্ম অসমের মাকুমন্দা লেপ্রোসি কাম জেনারেল হাসপাতালে হয়েছে। কারণ সেখানে 
জন্মের প্রমাণ রয়েছে শিশুদের শরীরে। তবে সংবাদ লেখা পর্যন্ত শিশুটির পরিচয় বার করতে পারেনি পুলিশ। ময়না তদন্তের জন্য এই নবজাতক শিশুকে কদমতলা হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu