জলেবাসা দ্বাদশমান বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় পানিসাগর মহকুমা ভিওিক দিব্যাঙ্গ ছাএ ছাএিদের মধ্যে স্কুল ক্রীড়া প্রতিযোগিতা-Sabuj Tripura


 সবুজ ত্রিপুরা 

০২ ডিসেম্বর

বৃহস্পতিবার

পানিসাগর  প্রতিনিধিঃ উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত জলেবাসা দ্বাদশমান বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় পানিসাগর মহকুমা ভিওিক দিব্যাঙ্গ ছাএ ছাএিদের মধ্যে স্কুল ক্রীড়া প্রতিযোগিতা। 

প্রদিপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্টানের শুভ শুচনা করেন মাননীয় বিধায়ক শ্রীযুক্ত বিনয় ভূষন দাস মহাশ।তৎসঙ্গে উপস্থিত ছিলেন পানিসাগর পন্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান শ্রীযুক্ত লক্ষীকান্ত দাস মহাশয়,পানিসাগর সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রীযুক্ত হোমাগ্নি ভট্টাচার্য মহাশয়,পানিসাগরের অতিরিক্ত মহকুমা শাসক শ্রীযুক্ত শ্যামজয় জমাতিয়া মহাশয়,জলেবাসা গ্রামের প্রধান শ্রীযুক্ত বিকাশ রঞ্জন দাস মহাশয়,জলেবাসা 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

বিদ্যালয়ের এস,এম,সি,কমিটির চেয়ারম্যান শ্রীযুক্ত বিজন দে মহাশয় সহ এলাকার বিশিষ্টজনেরা।উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম শ্রেনী হইতে পন্চম শ্রেণির দিব্যাঙ্গ ছাএ ছাএিদের মধ্যে অনুষ্ঠিত হয় বিস্কুট দৌড় এবং বালতিতে বল নিক্ষেপ।ষষ্ঠ হইতে অষ্টম শ্রেণির দিব্যাঙ্গ ছাএ ছাএিদের মধ্যে অনুষ্ঠিত হয় ৫০ মিটার দৌড় এবং টেনিস বল নিক্ষেপ।নবম শ্রেণি হইতে দ্বাদশ শ্রেণির দিব্যাঙ্গ ছাএ ছাএিদের মধ্যে অনুষ্ঠিত হয় সট্ পাট নিক্ষেপ এবং ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা। 

প্রতিযোগিতায় সফলতম দের পাশাপাশি অংশ গ্রহণ কারি সকল প্রতিযোগি এবং প্রতিযোগিনিদের পুরস্কৃত করা হয়।প্রতিবন্ধকতাকে কাঠিয়ে যে,প্রতিবন্ধীরা সমাজের কাছে কোন অংশেই পিছিয়ে নেই তার জ্বলন্ত দৃষ্টান্ত আজ পরিলক্ষিত হয় জলেবাসা স্কুল মাঠে।তবে এই ধরনের উদ্দ্যোগ গ্রহনের জন্য স্হানীয় এলাকার জনগন রাজ্যসরকারকে স্বাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি আগামী দিনে দিব্যাঙ্গদের নিয়ে খেলা ধুলার পাশাপাশি অন্যান্য ব্যাতিক্রমি চিন্তাভাবনা করার আহবান জানানো হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu