বক্সনগর প্রতিনিধিঃ গতকাল স্কুল কলেজ পড়ুয়া ছাএ ছাএীদের স্কলার শিপ পাওয়ার ক্ষেত্রে এস সি,ও বি সি এবং ইনকাম একান্ত জরুরি প্রয়োজন।তার জন্য হন্যে হন্যে ছাত্র ছাএী এবং অভিবাবক মহল তহশীলকাছাড়ি,ডি সি
অফিস ,এস ডি এম অফিস ও ব্লক আধিকারিকের নিকট দ্ধারস্থ হচ্ছেন সার্টিফিকেট পাওয়ার জন্য। এই সমস্থ অফিস গুলোতে এমনিতে ই প্রচন্ড ভীড় ও চাপ পড়ে আছে তার উপর আবারো বাড়তি চাপ। কিন্তু সাধারণ জনগন মহকুমা অফিসে দিনের পর দিন দৌড় ঝাপ করে এস সি, ও বি সি এবং ইনকাম সহ অন্যান্য সার্টিফিকেট বাগিয়ে আনতে পারেন না। কিছু কিছু আনতে পারলে ও দীর্ঘ দিন
লেগে যায়। বক্সনগর এলাকার সাধারণ জনগণ সোনামুড়া অফিসে আসা ও যাওয়া অনেক টাকা ভাড়ার প্রয়োজন ও দিনের হাজিরা মাইর দিয়ে যেতে হয় । তাই বক্সনগর ব্লকের এস সি,ও বি সির চেয়ারম্যান তথা সত্য রঞ্জন সরকার এবং চিত্ত সরকারের প্রচেষ্টা ও অনুরোধে মহকুমা প্রশাসক রতন ভৌমিক উনার কর্মকর্তা পাঠিয়ে এ্যাডমিষট্রেশন কম্পের আয়োজন করেছেন বক্সনগর পঞ্চায়েত সমিতির হলে।সকাল সাড়ে দশ ঘটিকায় হইতে প্রশাসনিক কার্যকর্তাগন তাদের কাজ শুরু করেছেন।ব্লক এলাকার বিভিন্ন গ্রামগুলো থেকে অভিবাবক ও ছাএ ছাএীরা ইনকাম এস সি ওবিসি করার জন্য আসেন ও সহজসরল প্রসেসিংয়ের মাধ্যমে জমা দিতে পেড়ে খুশির হাওয়া বইছে সাধারণ মানুষের ভিতরে ।
উক্ত কেম্পে মহকুমা প্রশাসনের কর্মচারিদের সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এস সি ওবিসির সাব কমিটির চেয়ারম্যান এবং সদস্যরা।সকাল সাড়ে দশটা হইতে বিকাল চার টা পযর্ন্ত চলেছে প্রশাসনিক কাজ কর্ম। ব্লক চেয়ারম্যান সঞ্জয় সরকার ও জনগনকে সাহায্য করেছেন।পুরো প্রশাসনিক টিমের দ্ধায়িত্ত ও কর্তব্যবোধ পালনের ভূমিকায় ছিলেন ডি সি মানষ ভট্টাচার্য্য ।বক্সনগর তহশীল সুএে জানা যায় এস সি জমা পড়েছে একশত এিশটি,ও বি সি আশিটি এবং ইনকাম জমা পড়েছে তিনশত সত্তর টি।ইনকাম সার্টিফিকেট গুলি সন্ধ্যা সাড়ে পাঁচটার মধ্যে অভিবাবকের হাতে তুলে দিয়েছেন ।মূলত নবম শ্রেণি থেকে দ্ধাদশ শ্রেণি পযর্ন্ত ছাএ ছাএীদের এস সি এবং ওবিসি করার জন্য সুযোগ দেওয়া হয়েছিল। সন্ধা হয়ে যাওয়ার কারনে এস সি এবংওবিসি সার্টিফিকেট গুলো অভিবাবকদের নিকট পৌঁছে দেওয়া সম্ভব হয়নি।আগামী দু এক দিনের মধ্যে সোনামুড়া এস ডি এম অফিস থেকে দেওয়া হবে বলে জানিয়ে ছেন ডি সি।ছাএ ছাএীরা যাতে স্কলার শিপের ফর্ম ফিলাপ করে যথা সময়ে সরকারি সুযোগ সুবিধা পেতে পারে তার ব্যবস্থাটুকু প্রশাসন করবেন এমনি আশ্বস্ত করেছেন।
0 মন্তব্যসমূহ