বক্সনগর গোডাউনে অভিযান চালিয়ে ৫ লক্ষ টাকার অবৈধ পটকা বাজি উদ্ধার বি এস এফ-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
২৮ ডিসেম্বর

মঙ্গলবার

বক্সনগর প্রতিনিধিঃ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার সন্ধ্যারাতে বক্সনগর চৌমুনী পি ডব্লিউ ডি এবং কলমচৌড়া থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে বক্সনগর এর ব্যবসায়ী বাবুল বণিকের মুদি দোকানের গোডাউনে হানা 

দিয়ে অবৈধ শব্দ বাজি উদ্ধার করতে সক্ষম হয়। এই অভিযানে ছিলেন  আশাবাড়ি বিওপির ১৫০ নং ব্যাটেলিয়ান বিএসএফ এর  কম্পানি কমান্ডার যোগিন্দর আয়দি, জি ব্রাঞ্চের এসআই অভিষেক পান্ডে , সহ অন্যান্য জওয়ানরা। এই দিন অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের অবৈধ পটকা বাজির ছোট বড় কার্টুন উদ্ধার করেন।যার বাজারমূল্য 

আনুমানিক ৫ লক্ষ টাকা। প্রথমেই বাজি গুলি উদ্ধার করে  বিএসএফ জওয়ানরা  বিওপিতে নিয়ে যায়। জানা যায় অবৈধ বাজির গোডাউনের মালিক বক্সনগর এর প্রতিষ্ঠিত ব্যবসায়ী বাবুল বণিকের। জানা যায় এই বাবুল বনিক কিছুদিন আগে বাংলাদেশ থেকে এসেছে । এসেই বক্সনগর কলমচৌড়া থানার  উল্টো পাশে একটি মুদি দোকান দেন । জানা যায় কিছুদিন আগেও এই বাবুল বণিকের মুদি দোকানের অন্য একটি গোডাউনে হানা দিয়ে প্রায় ৫০ লক্ষের উপর পটকা বাজি উদ্ধার করতে সক্ষম হন। বাবুল বনিক 
দীর্ঘদিন ধরে বক্সনগরে  মুদি দোকান দিয়ে রাখলেও তার পেছনে রয়েছে পটকা বাজির ব্যবসা। আর তাতেই অতি সহজে বেশি মুনাফা লাভ করা যায়। বক্সনগর আশপাশ এলাকায় তার কয়েকটি গোডাউন রয়েছে বলে জানা যায়। তাতে মজুত রয়েছে প্রচুর পরিমাণে অবৈধ পটকা বাজি। যেগুলি কোন লাইসেন্স বা কাগজপত্র নেই। রাতের অন্ধকারে কলমচৌড়া থানার বড়বাবুকে ম্যানেজ করে অবৈধ বাজি কারবারি বাবুল বনিক রাতের অন্ধকারে আগরতলা থেকে বক্সনগর এর বিভিন্ন গোডাউনে এই অবৈধ বাজি পটকা মজুত রাখেন।যেগুলি বক্সনগর এর কিছু পাচারকারী রাতের অন্ধকারে তার গোডাউন থেকে গাড়ি ভর্তি করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করে দেয়। এই অবৈধ ব্যবসার সাথে জড়িত রয়েছে যুবসমাজ। জানা গেছে প্রত্যেকদিন বক্সনগর সীমান্ত দিয়ে তারকাটার বেড়া টপকে প্রচুর পরিমাণে অবৈধ পটকাবাজি বাংলাদেশে পাচার করা হয়। এই পটকাবাজির বারুদ দিয়ে বাংলাদেশে বোমা তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়।এমনটাই দাবি করেন অভিজ্ঞ মহল। আর এই কারণেই হয়তো প্রচুর পরিমাণে বাজি পটকা বাংলাদেশে ,ভারত থেকে চড়া দামে ক্রয় করে নিয়ে যায়।সীমান্তের জওয়ানদের ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়তি কাজ করার সুযোগ পেয়ে প্রতিদিন কোন না কোন জায়গায় অভিযান জারি রাখছেন। তবে তারা জানান আগামী দিনে এমন ধরনের অভিযান জারি রাখবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu