ছেলের চোখের চিকিৎসার জন্য অসহায় মায়ের আবেদন-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
২০ ডিসেম্বর
সোমবার

বক্সনগর প্রতিনিধিঃ নেই ছেলের বাবা,  ১১ বছর থেকে মানুষের বাড়িতে কাজ করে ছেলেকে বড় করে লেখা পড়া করাচ্ছে মা, বর্তমানে সোনামুড়া তামসাবাড়িতে ঘর ভাড়া নিয়ে জীবন কাটাচ্ছে আনারকলি, জানা যায় সোনামুড়া

থানাধীন সীমন্তপুর গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা আনারকলি বেগম এর ১১ বছরের ছেলে রহিত খান জন্মের তিন বছর পর থেকে চোখের সমস্যা ভোগছে , গত দুই বছর ধরে আর্থিক অবস্থা খারাপ থাকায়  আর ডাক্তার দেখে পারে নি, গত ৮ ডিসেম্বর রহিত স্কুলে যাওয়ার পর হঠাৎ চোখের সমস্যা বেড়ে যায়, স্কুলে বেহোশ হয়েপড়ে তখন আগরতলায়

              হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

ডাক্তারে কাছে নিয়ে যাওয়া হয়,  ডাক্তার  বলেদেয় রাজ্যের বাহিরে নিয়ে চিকিৎসা করাতে হবে রহিতকে, তা না হলে সে ধিরে ধিরে চোখে আর দেখবে না, যদিও সে এখন চশমা ব্যবহার না করলে দেখতে পারে না, 
জানা যায় রহিত বেধাবী ছাত্র , কিন্তু বহিঃ রাজ্য নিয়ে গিয়ে চিকিৎসা করার মতো আর্থিক অবস্থা নেই মা আনারকলি , ছেলের ভবিষ্যত এর কথা চিন্তা  করে চোখের জল ছেড়ে সরকার এবং  মানুষের কাছে সাহায্যে আবেদন করেন অসহায় মা আনারকলি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu