ডাক্তারে কাছে নিয়ে যাওয়া হয়, ডাক্তার বলেদেয় রাজ্যের বাহিরে নিয়ে চিকিৎসা করাতে হবে রহিতকে, তা না হলে সে ধিরে ধিরে চোখে আর দেখবে না, যদিও সে এখন চশমা ব্যবহার না করলে দেখতে পারে না,
জানা যায় রহিত বেধাবী ছাত্র , কিন্তু বহিঃ রাজ্য নিয়ে গিয়ে চিকিৎসা করার মতো আর্থিক অবস্থা নেই মা আনারকলি , ছেলের ভবিষ্যত এর কথা চিন্তা করে চোখের জল ছেড়ে সরকার এবং মানুষের কাছে সাহায্যে আবেদন করেন অসহায় মা আনারকলি।
0 মন্তব্যসমূহ