গতকাল সকালে অর্থাৎ রবিবার সকালে দোকান মালিক গোপাল দাস দোকান খুলতে এসে দেখেন উনার দোকানের তালা ভেঙ্গে সোনার দোকানের মূল্যবান সমস্ত জিনিসপত্র চোরের দল চুরি করে নিয়ে গেছে। দোকান মালিক গোপাল দাস এই ঘটনা দেখতে পেয়ে চিৎকার শুরু করলে পার্শ্ববর্তী দোকানদারেরা ছুটে আসে ঘটনা প্রত্যক্ষ করে। দোকানের মালিক গোপাল দাস জানিয়েছেন চোরের দল সোনার দোকানের লক্ষাধিক টাকার মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে এসে ঘটনার সরেজমিনে তদন্ত করে গেলেও চুরির ঘটনার সাথে যুক্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
জানা গেছে কিছুদিন পরপরই সেকের কোট চা বাগান স্থিত বেশকিছু দোকানে এবং সেকের কোট বাজারেও চুরির ঘটনা সংঘটিত হচ্ছে। দোকান মালিক গোপাল দাস এবং বাজারের অন্যান্য ব্যবসায়ীরা অভিযোগ করেছেন রাতের বেলা বাজার প্রহরী না থাকার কারণেই কিছুদিন পর পর এই ধরনের চুরির ঘটনা ঘটছে। জানা গেছে গোপাল দাসের সংসার প্রতিপালন করার একমাত্র অবলম্বন হচ্ছে উনার এই মবিলের দোকান কিন্তু চোরের দল উনার দোকানে এভাবে চুরির ঘটনা সংঘটিত করায় দোকানের মালিক গোপাল দাস মানসিক এবং আর্থিক ভাবে একেবারে ভেঙ্গে পড়েছেন। সেকের কোট বাজার ব্যবসায়ীরা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন সেকের কোট এলাকায় অন্তত রাতের বেলায় পুলিশি টহলদারির ব্যবস্থা করেন ।
0 মন্তব্যসমূহ