সবুজ ত্রিপুরা
২০ ডিসেম্বর
সোমবার
বিশালগড় প্রতিনিধিঃ ঘটনা রবিবার রাত আনুমানিক তিনটে নাগাদ সিপাহীজলা অভয়ারণ্যের মূল ফটকের সামনে।
জানা যায় রবিবার গভীর রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের প্রকট শব্দ শুনে বেরিয়ে এসে অভয়ারণ্যের নিরাপত্তারক্ষীরা দেখতে পায় আগুনের লেলিহান শিখায় জ্বলছে অভয়ারণ্যের মূল ফটকের সামনে থাকা দোকান গুলো। তড়িঘড়ি তারা খবর দেয় বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরে।
বিশালগড় অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভাতে শুরু করে এবং খবর দেয় বিশ্রামগঞ্জ অগ্নিনির্বাপক দপ্তরে। বিশ্রামগঞ্জ এবং বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
দোকান মালিক এবং সিপাহিজলা অভয়ারণ্যের আধিকারিকরা জানায় অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে তিনটি দোকান এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে একটি দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় প্রতি দোকান পিছু ৬ থেকে ৭ লক্ষ টাকার উপরে যা একত্রে যোগ করলে দাড়ায় প্রায় ২০ থেকে ২২ লক্ষ টাকার মতো। ঠিক কোথায় থেকে আগুনের সূত্রপাত তা বলতে পারেনি কেউই। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে গ্যাসের সিলিন্ডারে এবং পরে সমস্ত দোকান গুলোতে আগুন ছড়াতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
0 মন্তব্যসমূহ