চরিলাম বিধানসভা কেন্দ্রের উন্নয়নমূলক কাজ ঘুরে দেখলেন উপমুখ্যমন্ত্রী-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
২০ ডিসেম্বর
সোমবার

বিশালগড় প্রতিনিধিঃ রবিবার রাজ্যের উপমুখ্যমন্ত্রী  জিষ্ণু দেব বর্মন চরিলাম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে দেখলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী জিষ্ণু

দেব বর্মন তিনি প্রথমেই দীর্ঘদিনের চরিলাম বাসীর স্বপ্নের মিনি স্টেডিয়াম, সেই মিনি স্টেডিয়ামটি কাজ চলছে, দীর্ঘ বাম আমল থেকেই চরিলাম বাসীর দাবি জানিয়েছিলেন মিনি স্টেডিয়াম করে দেওয়ার জন্য কিন্তু হয়নি সেই স্বপ্নের মিনি স্টেডিয়াম এর কাজ করে দেখলেন উপমুখ্যমন্ত্রী, উনার সাথে ছিলেন হজ কমিটির চেয়ারম্যান জসিম উদ্দিন,

              হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

চরিলাম মন্ডলের অন্য সভাপতি রাজ কুমার দেবনাথ, এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্যরা। চরিলাম মিনি স্টেডিয়াম এর পর মুক্ত মঞ্চ ঘুরে দেখলেন উপমুখ্যমন্ত্রী,
চরিলাম উপস্বাস্থ্য কেন্দ্রের পাশে হচ্ছে গিড এর দেওয়া গেস্ট হাউজের কাজ খতিয়ে দেখলেন, এছাড়া চলিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর আধুনিক মানের বিল্ডিং এর কাজ করে দেখলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন। বিভিন্ন উন্নয়নমূলক কাজ গুলো দিনে ঘুরে দেখে বলেন আরো উন্নয়ন হবে চরিলাম এ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu