চরিলাম মন্ডলের অন্য সভাপতি রাজ কুমার দেবনাথ, এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্যরা। চরিলাম মিনি স্টেডিয়াম এর পর মুক্ত মঞ্চ ঘুরে দেখলেন উপমুখ্যমন্ত্রী,
চরিলাম উপস্বাস্থ্য কেন্দ্রের পাশে হচ্ছে গিড এর দেওয়া গেস্ট হাউজের কাজ খতিয়ে দেখলেন, এছাড়া চলিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর আধুনিক মানের বিল্ডিং এর কাজ করে দেখলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন। বিভিন্ন উন্নয়নমূলক কাজ গুলো দিনে ঘুরে দেখে বলেন আরো উন্নয়ন হবে চরিলাম এ।
0 মন্তব্যসমূহ