শান্তিবাজার হাসপাতাল থেকে ১০২ এম্বুলেন্স দিয়ে দুর্ঘটনার রোগীকে জিবি নিয়ে যাওয়ার মাঝ পথে অ্যাম্বুলেন্সে অক্সিজেন বিকল-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
২৮ ডিসেম্বর

মঙ্গলবার

বিশালগড় প্রতিনিধিঃ দক্ষিণ ত্রিপুরা শান্তি বাজার হাসপাতাল থেকে ১০২ এম্বুলেন্স দিয়ে দুর্ঘটনার রোগীকে জিবি নিয়ে যাওয়ার মাঝ পথে অ্যাম্বুলেন্সে অক্সিজেন  বিকল 

থাকার কারণে দুর্ঘটনার রোগী স্বপন রায় এম্বুলেন্স এর মধ্যে ছটফট করতে থাকে পরবর্তী সময় রোগীর আত্মীয় পরিজন বিশালগড় মহকুমা হাসপাতালে রোগীকে নিয়ে আসে। সেখান থেকে পুনরায় বিশালগড় মহকুমা হাসপাতালে থাকা 

১০২ এম্বুলেন্সের মধ্যে স্থানান্তরিত করা হয়। রোগীর আত্মীয় স্বজনদের অভিযোগ যদি এম্বুলেন্স এর মধ্যে এ ধরনের পরিষেবা থাকে তাহলে শান্তি বাজার হাসপাতাল থেকে না নিয়ে  আসতো। তাদের আরও অভিযোগ যদি স্বাস্থ্যপরিসেবা এ ধরনের হয় তাহলে সাধারণ মানুষ কার ওপর ভরসা 
রাখবে। পরবর্তী সময়ে বিশালগড় মহাকুমা হাসপাতাল থেকে স্থানীয় সংবাদ কর্মীরা শান্তি বাজার হাসপাতালে এম্বুলেন্স কর্মীকে জিজ্ঞাসা করতে গেলে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে নারাজ পাশাপাশি সংবাদকর্মীকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে তানিয়ে বিশালগড় মহাকুমা হাসপাতাল চত্বরে অন্যান্য রোগীর আত্মীয় পরিজনদের মধ্যে খুব সৃষ্টি হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu