সবুজ ত্রিপুরা
২৮ ডিসেম্বর
মঙ্গলবার
বিশালগড় প্রতিনিধিঃ বাড়িতে ঢুকে এক বিকলাঙ্গ ব্যক্তিকে প্রচন্ডভাবে মারধর করলো এক যুবক। ঘটনা বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চেচুড়ী মাই গ্রাম পঞ্চায়েতের
চাটার্জী কলোনি এলাকায়। বাড়িতে শুধুমাত্র থাকে বাবুল ভক্ত এবং তার একমাত্র সন্তান সৃজন ভক্ত। বাবুল ভক্ত বিকলাঙ্গ মানুষ। বেশ কয়েক মাস হয়েছে তার স্ত্রী তাকে এবং তার সন্তানকে ফেলে দিয়ে চলে যায় পর পুরুষের হাত ধরে। বাড়িতে শুধুমাত্র থাকে পিতা পুত্র। বিকলাঙ্গ পিতা কে সর্বতোভাবে সাহায্য করে সৃজন। সৃজন পড়াশোনা করে।
বলে দিয়েছে আমি অন্য কোথাও দেব এই বছর জমি। এই কথা শোনা মাত্র রঞ্জিত নন্দী তেলেবেগুনে জ্বলে ওঠে। বাবুল ভক্তর বাড়িতে ঢুকে গম গাছের নিচে বাবুলকে ধাক্কা মেরে ফেলে দে য় এবং বাবুলের গালে পিঠে ঘুসি এবং চড় থাপ্পড় দিতে থাকে। চিৎকার-চেঁচামেচি শুরু হয়। অন্যেরা দৌড়ে এসে বাবুল কে রক্ষা করে। এই ঘটনা হতবাক হয়ে যায় গ্রামের মানুষ। কারণ বাবুল বিকলাঙ্গ ব্যক্তি। ঠিকমতো হাঁটতে পারে না কথা বলতে পারেনা। এমন ব্যক্তিকে মারধরের ঘটনায় গোটা গ্রামের মানুষ রেগে যায় রঞ্জিত নন্দীর বিরুদ্ধে। এলাকার কয়েকজন কে বিষয়টি জানিয়েছেন বাবুল। বাবুল অত্যন্ত গরীব এবং বিকলাঙ্গ মানুষ ছোট্ট সন্তানকে নিয়ে বাড়িতে থাকে। তাই বাবুর থানা পুলিশের দ্বারস্থ হয় নি। এলাকাবাসী বিষয়টি দেখবে বলে জানিয়েছে।
0 মন্তব্যসমূহ