ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৭ কুন্টাল রাবার সিট-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
২৮ ডিসেম্বর

মঙ্গলবার

বিশালগড় প্রতিনিধিঃ সোমবার দুপুর ২ টায় জম্পুইজলা আর ডি ব্লকের অন্তর্গত কেন্দায়ছড়া পঞ্চায়েতে ধ্রুব কুমার পাড়া এডিসি ভিলেজের জয়সিং দেববর্মা বাড়িতে রাবার 

স্মোক হাউসে হঠাৎ করে আগুন লেগে যায় দাউদাউ করে আগুন পুরো ঘরের জলে ওঠে দেখতে পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করতে এলাকার অন্যান্য জনজাতি লোকেরা খবর দেয় টাকার জলা অগ্নিনির্বাপক দপ্তরে টাকার জলা অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের খবর পেয়ে দ্রুত ছুটে আসেন 

এবং আগুন আয়ত্তে আনার পূর্বে সমস্ত ৭ কুইন্টাল রাবার শিট পুরে ছারখার হয়ে যায় খবর পেয়ে দ্রুত ছুটে আসে 
টাকারজলা থানার পুলিশ। এমনটিই জানান আমাদের পাবলিক অ্যাপস ক্যামেরায় ঢাকার জেলা থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং জয়সিংহ দেববর্মা ‌।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu