উপ মুখ্যমন্ত্রীর নির্দেশে যুব মোর্চার উদ্যোগে ডোর টু ডোর কর্মসূচি দক্ষিণ চড়িলামে-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
১৮ ডিসেম্বর
শানিবার

বিশালগড় 
প্রতিনিধিঃ শুক্রবার  চরিলাম বিধানসভা কেন্দ্রের দক্ষিণ চরিলাম গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণ সংঘ এলাকায় ডোর টু ডোর কর্মসূচি করলেন চরিলাম মন্ডল যুব মোর্চা। 

রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা চরিলাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক জিষ্ণু দেববর্মা নির্দেশেই চরিলাম মন্ডল যুব মোর্চা কর্মীরা ডোর টু ডোর কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। শুক্রবার চড়িলাম মন্ডলের ২২ নং বুথে ডোর টু ডোর কর্মসূচিতে ছিলেন চরিলাম মন্ডল যুব মোর্চার সভাপতি গোপাল শর্মা, এছাড়া উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা বিজেপি উত্তর 

              হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন


এর সহ-সভাপতি অমল দেবনাথ, এছাড়া উপস্থিত ছিলেন চরিলাম মন্ডলের বিজেপির  মুখপাত্র লিটন নাথ, চরিলাম মন্ডলের মন্ডল সদস্য দীপক ভৌমিক, দক্ষিণ চরিলাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অমল দেবনাথ, এছাড়াও যুব মোর্চার কার্য কর্তারা। ডোর টু ডোর কর্মসূচিতে গিয়ে বর্তমানে ওই এলাকার জনগণের রাজ্যের বিজেপি সরকারের ৪ বছরে কি ধরনের সুযোগ সুবিধা পেয়েছেন এবং আগামী দিনে কি কি ধরনের সুযোগ-সুবিধা প্রয়োজন সে সমস্ত বিষয়গুলি কে নিয়ে আলোচনা করেন। 

ডোর টু ডোর কর্মসূচিতে গিয়ে আলোচনা করতে গিয়ে সিপাহী জলা জেলা বি জি বি উত্তরের সহ-সভাপতি অমল দেবনাথ তিনি সাক্ষাতে বলেন বর্তমানে চরিলাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তিনি রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন উনার নির্দেশে চরিলাম যুব মোর্চা কার্য কর্তারা বাড়ি বাড়ি এসে ডোর টু ডোর করছেন। কারণ উনার নির্দেশেই চরিলাম ব্লক এলাকার জনগণের কি কি সুযোগ সুবিধা প্রয়োজন রাজ্য সরকারের ৪ বছরে কী কী সুযোগ সুবিধা পেয়েছেন আগামী দিনে নিজের উন্নয়নে এবং গ্রামের উন্নয়নের কি কি ধরনের প্রয়োজনীয়তা রয়েছে সে সমস্ত বিষয়গুলি কে বাড়ি বাড়ি গিয়ে যুব মোর্চার কার্য কর্তারা কথা বলছেন জনগণের সাথে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu