পাশাপাশি অনুষ্ঠানে অংশ গ্রহন করবেন বিএসএফের সাত নং ব্যাটেলিয়ান বাহিনীর কমাডেন্ট বিক্রম সিং সহ পুলিশ সুপার পদ্মনাভ বরুয়া অতিরিক্ত জেলাশাসক বিপুলকুমার দাস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ প্রাক্তন বিধায়ক তথা এএসটিসি বিভাগের রাজ্যিক চ্যায়ারমান মিশনরঞ্জন দাস সহ অন্যরা।
অনুষ্ঠানের ডালিতে রয়েছে সকাল দশটায় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ শহীদ বেদিতে প্রদীপ প্রজ্জ্বলন বিএসএফের গার্ড অব অনার প্রদান সর্ব ধর্ম প্রার্থনা সভা দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আলোচনা সভা। রয়েছে বিএসএফের প্রদর্শনী পর্বও।উক্ত মহতী অনুষ্ঠানে উপস্থিত থেকে সাফল্যমন্ডিত করে তোলতে সকলের প্রতি আহ্বান রেখেছেন পাটকাই ট্রেকার্সের মুখ্য আহ্বায়ক সৈয়দ মুজিব আহমেদ জেলা সংযোজক অরূপ রায় সহ সাংগঠনিক সম্পাদক সুদীপ দাস প্রমুখ।
0 মন্তব্যসমূহ