ক‌রিমগ‌ঞ্জের মালেগড়ে শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানা‌তে ১৮ ডিসেম্বর আসছেন বিএসএফ আইজি মৃদুল সনোয়াল প্রস্তু‌তি তু‌ঙ্গে-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
১৮ ডিসেম্বর
শানিবার

কদমতলা 
প্রতিনিধিঃ সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত করিমগ‌ঞ্জের লাতুর ঐতিহাসিক মালেগড়ে বীর শহীদ‌দের শ্রদ্ধাঞ্জলি অনুষ্টান অনু‌ষ্টিত হ‌বে ১৮ ডিসেম্বর।

স্বেচ্ছাসেবী সংঘটন পাটকাই ট্রেকার্সের উদ্যোগে  সীমান্ত সুরক্ষা বাহিনীর সাত নং ব্যাটালিয়ন এবং জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্টান‌টি সর্বাঙ্গ সুন্দর ভা‌বে পাল‌নের জোর হাতে প্রস্তু‌তি নেওয়া হয়েছে।অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএসএফ কাছাড়-মিজোরাম ফ্রন্টিয়ার আইজি মৃদুল সনোয়াল।

              হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন


পাশাপা‌শি অনুষ্ঠানে অংশ গ্রহন করবেন বিএসএফের সাত নং ব‌্যা‌টে‌লিয়ান বাহিনীর কমাডেন্ট  বিক্রম সিং সহ পুলিশ সুপার পদ্মনাভ বরুয়া অতিরিক্ত জেলাশাসক বিপুলকুমার দাস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ প্রাক্তন বিধায়ক তথা এএসটিসি বিভা‌গের র‌াজ্যিক চ্যায়ারমান মিশনরঞ্জন দাস সহ অন‌্যরা।

অনুষ্ঠানের ডা‌লি‌তে রয়েছে সকাল দশটায় স্মৃতিসৌ‌ধে পুষ্পাঞ্জলি অর্পণ শহীদ বেদিতে প্রদীপ প্রজ্জ্বলন বিএসএফের গার্ড অব অনার প্রদান সর্ব ধর্ম প্রার্থনা সভা দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আলোচনা সভা। রয়েছে বিএসএফের প্রদর্শনী পর্বও।উক্ত মহ‌তী অনুষ্ঠানে উপস্থিত থেকে সাফল্যমন্ডিত করে তোলতে সকলের প্রতি আহ্বান রেখেছেন পাটকাই ট্রেকার্সের মুখ্য আহ্বায়ক সৈয়দ মুজিব আহমেদ জেলা সংযোজক অরূপ রায় সহ সাংগঠনিক সম্পাদক সুদীপ দাস প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu