বিশালগড় পৌর পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

১০ ডিসেম্বর

শুক্রবার

বিশালগড় প্রতিনিধিঃ  বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশালগড় অফিস টিলাস্থিত টাউনহলে অনুষ্ঠিত হয়েছে বিশালগড় পৌর পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা

জেলার জেলা শাসক বিশ্বশ্রী বি, মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য, খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্যী, শিল্প ও বানিজ্য দপ্তরের চেয়ারম্যান টিংকু রায়, টি বোর্ডের চেয়ারম্যান সন্তুুষ সাহা, ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের গভর্নিং বোর্ডের সদস্য নবাদল বণিক সহ অন্যান্যরা।

                      হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

অনুষ্ঠানের শুরুতে জেলাশাসক বিশালগড় পুর পরিষদের ১৫টি ওয়ার্ড থেকে নির্বাচিত ১৫ জন প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান। 

এরপর দ্বিতীয় দফায় প্রিসাইডিং অফিসারের তত্ত্বাবধানে ১৫ জন সদস্যদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে নির্বাচিত সদস্যরা নিজেদের মধ্যে ভোটাভুটি করে বিশালগড় পুর পরিষদের চেয়ারম্যান হিসাবে অঞ্জন পুরকায়স্থকে এবং ভাইস চেয়ারম্যান হিসাবে সুশান্ত দেব কে নির্বাচিত করে। এছাড়াও পাঁচ সদস্য বিশিষ্ট বিশালগড় পুর পরিষদের চেয়ারম্যান ইন কাউন্সিল গঠন করা হয়। উক্ত কাউন্সিলে রিঙ্কু দাস, অমর সরকার, নিখিল রঞ্জন চক্রবর্তী, লক্ষ্মী রানী সাহা ও রতন দেব সদস্য হিসেবে নির্বাচিত হন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu