অটল জলধারা মিশন রাজ্যের গ্রামীণ এলাকায় বিনামূল্যে পানীয়জলের সংযোগ-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা 

১৯ নভেম্বর
শুক্রবার

নিজেস্ব প্রতিনিধিঃ অটল জলধারা মিশনে রাজ্যের গ্রামীণ এলাকায় এখন পর্যন্ত ২৮২,৫৯৭টি বাড়িতে বিনামুল্যে পানীয়জলের সংযোগ পৌছে দেওয়া হয়েছে৷ এই মিশনে 

১-১৪ নভেম্বর পর্যন্ত রাজ্যের গ্রামীণ এলাকায় ৩,৩১১টি বাড়িতে পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে উত্তর ত্রিপুরা জেলায় ২৭৯টি, উনকোটি জেলায় ৩৮৫টি, ধলাই জেলায় ৬০ ১টি, খোয়াই জেলায় ৩০৮টি, পশ্চিম

 

                     হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন 

ত্রিপুরা জেলায় ৫৭৫টি, সিপাহীজলা জেলায় ৪৬৩টি, গোমতী জেলায় ৪৪৬টি ও দক্ষিণ ত্রিপুরা জেলায় ২৫৪টি বাড়িতে পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে। পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের নোডাল অফিসার এই সংবাদ জানান।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu