তিনি জানান, এই প্যানেলের মধ্যে ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা, অধিকর্তা এলিমেন্টারি, অধিকর্তা সেকেন্ডারি এবং অধিকর্তা এস সি ই আর টি। তিনি জানান, ১৬টি এনজিও-র মধ্যে রয়েছে ব্যাঙ্গালুরুর আজিম প্রেমজি ইউনিভার্সিটি, সিভিএম ইন্ডিয়া ভিশন এম্পায়ার টিচার ফাউন্ডেশন, আভান, চেস্টা ফাউন্ডেশন কেয়ার, দ্য এডুকেশন এলায়েন্স, লভ্য পুনের লিডারশিপ ফর ইকুয়েটি, ভোপালের এইচ ত্যাট আাকশন, হায়দ্রাবাদের ভয়েস ফর গার্লস এবং গ্রেট বিটেনের টনি ব্লেয়ার ইনস্টিটিউশন। তিনি বলেন, এই এনজিওগুলির সার্বিক সহযোগিতায় শিক্ষা পরিকাঠামোর উন্নতির পাশাপাশি ছাত্রছাত্রীদেরও শিক্ষার মান বৃদ্ধি পাবে। রাজ্য সরকারের অর্থ বাবদ কোনও প্রকার দায়িত্ব থাকবে না। প্রশাসনিকভাবে পূর্ণ সহযোগিতা থাকবে।
0 মন্তব্যসমূহ