সবুজ ত্রিপুরা
১৬ নভেম্বর
মঙ্গলবার
নিজেস্ব প্রতিনিধিঃ বিশালগডের রাস্তার মাথার সন্নিকটে যোগা হল ঘরে গতকাল সিপাহীজলা জেলাভিত্তিক ১৪,১৭ ও ১৯ অনুর্ধ বালক ও বালিকাদের যোগা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উপস্থিত ছিলেন জিলা পরিষদের সদস্য বিশ্বজিৎ সাহা, বিশালগড মহকুমা স্কুল ক্রীড়া পর্ষদের সচিব আলমগির হোসেন, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের
প্রোগ্রাম অফিসার রমেন্দ্র রিয়া, মহকুমা ক্রীড়া আধিকারিক ড. ভারতি নিগম প্রমুখ। প্রতিযোগিতায় জেলার ৫২ জন বালক বালিকা অংশ নেন।
0 মন্তব্যসমূহ