সিপাহীজলা জেলাভিত্তিক ১৪,১৭ ও ১৯ অনূর্ধ বালক ও বালিকাদের যোগা প্রতিযোগিতা-Sabuj Tripura



সবুজ ত্রিপুরা 
১৬ নভেম্বর
মঙ্গলবার

নিজেস্ব প্রতিনিধিঃ বিশালগডের রাস্তার মাথার সন্নিকটে যোগা হল ঘরে গতকাল সিপাহীজলা জেলাভিত্তিক ১৪,১৭ ও ১৯ অনুর্ধ বালক ও বালিকাদের যোগা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন।


 উপস্থিত ছিলেন জিলা পরিষদের সদস্য বিশ্বজিৎ সাহা, বিশালগড মহকুমা স্কুল ক্রীড়া পর্ষদের সচিব আলমগির হোসেন, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের

 
প্রোগ্রাম অফিসার রমেন্দ্র রিয়া, মহকুমা ক্রীড়া আধিকারিক ড. ভারতি নিগম প্রমুখ। প্রতিযোগিতায় জেলার ৫২ জন বালক বালিকা অংশ নেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu