উনকোটি জেলা টাস্কফোর্সের সভা-Sabuj Tripura



 
সবুজ ত্রিপুরা 

২৪ নভেম্বর

বুধবার

নিজেস্ব প্রতিনিধিঃ ঊনকোটি জেলার জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে গতকাল জেলাশাসক উত্তম কুমার চাকমার সভাপতিত্বে জেলা টাস্কফোর্সের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উনকোটি জিলা পরিষদের সভাধিপতি 

অমলেন্দু দাস, সহকারি সভাধিপতি শ্যামল দাস, অতিরিক্ত জেলাশাসক সত্যব্রত নাথ, অতিরিক্ত জেলাশাসক এল দারলং, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. জে বি দারলং জেলা সারভেইলেন্স অফিসার ডা. শঙ্খশুত্র দেবনাথ, কৈলাসহরের এস ডি এম শান্তিরঞ্জন চাকমা, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, সিডিপিও বিদ্যাসাগর দেববর্মা, তথ্য ও সংস্কৃতি আধিকারিক সুকান্ত মলসই সহ বিভিন্ন দপ্তরর 

                       হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

আধিকারিকগণ উপস্থিত ছিলেন। সভায় জেলায় ১০০ শতাংশ কোভিড টিকা প্রদান সফল করার বিষয়ে আলোচনা হয়। সভায় জানানো হয়, জেলায় এখন পর্যন্ত ১৭৫,৫৬৮ জনকে কোভিডের প্রথম ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। জেলার ৬৮টি পঞ্চায়েত ও ভিলেজে কোভিভ ভ্যাকসিনের 

প্রথম ডোজ প্রদানে ১০০ শতাংশ সাফল্য এসেছে। জেলায় দ্বিতীয় ডোজ কোভিড ভ্যাকসিন প্রদানে সভায় গুরুত্ব আরোপ করা হয়। সভায় জানানো হয় জেলার কুমারঘাট ব্লকের জন্য ডা. লোপামুদ্রা দাস, চক্ডীপুর কের জন্য ভা. সত্যজিৎ দত্ত, পেচারথল কের জন্য ডা. দিপঙ্কর নিযুক্ত করা হয়েছে৷

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu