পূর্ণরাজ্য প্রাপ্তির ৫০তম বর্ষ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন সভায় সিদ্ধান্ত-Sabuj Tripura


সবুজ ত্রিপুরা 

২৩ নভেম্বর

মঙ্গলবার

নিজেস্ব প্রতিনিধিঃ ত্রিপুরা পূর্ণরাজ্য  প্রাপ্তির ৫০তম বর্ষ আগামী ২০২২ সালের জানুয়ারি মাসে রাজ্যব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হবে। এই অনুষ্ঠানকে সার্বিকভাবে সুন্দর ও সুষ্ঠভাবে আয়োজন করার লক্ষ্যে আজ 

সচিবালয়ের ২নং সভাকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় মুখ্যসচিব কুমার অলক সভাপতিত্ব করেন। প্রস্তুতি সভায় আলোচনায় অংশগ্রহণ করে মুখ্যসচিব কুমার অলক বলেন, ত্রিপুরা পূর্ণরাজ্য প্রাপ্তির ৫০তম বর্ষ রাজ্যের জন্য নিশ্চয়ই গৌরবের দিন। পূর্ণরাজ্য প্রাপ্তির পর থেকে এখন পর্যন্ত ত্রিপুরা বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে। রাজ্যের এই সাফল্যগুলি জনগণের কাছে বেশি করে পৌছানোর উদ্যোগ নিতে হবে। এক্ষেত্রে বিভিন্ন দপ্তরের উল্লেখযোগ্য জনকল্যাণমূলক কর্মসূচিকে নিয়ে বড় ধরণের 

                       হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন


কর্মশালার আয়োজনের উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যসচিব। পূর্ণরাজ্য প্রাপ্তির ৫০তম বর্ষ অনুষ্ঠানকে সফলভাবে উদযাপন করার লক্ষ্যে আজকের এই প্রস্তুতি সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুসারে আগামী ২০২২ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ৫০তম পূর্ণরাজ্য প্রাপ্তির উদযাপন অনুষ্ঠান শুরু হবে। যা চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানের পর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন দপ্তর নানা কর্মসূচির আয়োজন করবে। সভায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডা. প্রশান্ত কুমার গোয়েল জানান, পূর্নরাজ্য প্রাপ্তির ৫০তম বর্ষ 

উদযাপন উপলক্ষে আগরতলায় ১৯-২১ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। এরমধ্যে রয়েছে জাতি জনজাতির চিরাচরিত খাদ্য সাম্তরী নিয়ে ফুড ফেস্টিভ্যাল, সাংস্কৃতিক সন্ধ্যা, স্থানীয় হস্ততাত ও হস্তকারু শিল্পের উৎপাদিত পণ্যের প্রদর্শনী, লাইভ পেইন্টিং, বসে আঁকো ও বিতর্ক প্রতিযোগিতা, সাইকেল ম্যারাথন, হাফ ম্যারাথন ইত্যাদি। তিনি জানান, ২১ জানুয়ারি রাজ্যভিত্তিক মুল অনুষ্ঠানটি আয়োজন করা হবে রবীন্দ্রভবনে। এই অনুষ্ঠানে নাগরিক ও স্টেটহুড ডে ত্যাওয়ার্ড প্রদান করা হবে। এছাড়াও পূর্ণরাজ্যের ৫০তম বর্ষে রাজ্যের সাফল্য নিয়ে পুস্তিকা (বুকলেট), পোস্টেজ স্ট্যাম্প, ডকুমেন্টারি প্রকাশ করা হবে। পাশাপাশি জেলা ও মহকুমা ভিত্তিক পূর্নরাজ্য দিবস উপলক্ষ্যেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। ত্রিপুরা পূর্ণরাজ্য প্রাপ্তির ৫০তম বর্ষ উদযাপন অনুষ্ঠানকে সফলভাবে করার লক্ষ্যে প্রধান সচিব শ্রীরাম তরণীকান্তিকে চেয়ারম্যান করে একটি রাজ্য্তরীয় কমিটি গঠন করা হয়েছে৷ কমিটির সদস্য সচিব হলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডা. প্রশান্ত কুমার গোয়েল। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন সচিব ব্রিজেশ পান্ডে এবং সচিব তনুশ্রী দেববর্মা।আজকের এই প্রস্তুতি সভায় মুখ্যসচিব ছাড়াও পরিবহণ দপ্তরের প্রধান সচিব শ্রীরাম তরণীকান্তি, পর্যটন দপ্তরের সচিব কিরণ গিত্যে, সমবায় দপ্তরের সচিব অভিষেক চন্দ্রা, মৎস্য দপ্তরের সচিব দীপা ডি নায়ার, কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায়, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস সহ বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu