আগামী ২৭ ও ২৮ নভেম্বর লোক আদালত বসবে-Sabuj Tripura
সবুজ ত্রিপুরা ২৩ নভেম্বর
মঙ্গলবার
নিজেস্ব প্রতিনিধিঃ আগামী ২৭ এবং ২৮ নভেম্বর নতুন ক্যাপিটাল কমপ্লেক্সস্থিত সচিবালয়ের এক তলায় আইন দপ্তরে রুম নম্বর- ১১০৫) লোক আদালত বসবে। লোক
আদালতের কাজ চলবে সকাল সাড়ে দশটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত।
লোক আদালতে সরকার এবং কর্মচারি/অফিসারদের মধ্যে প্রি-লিটিগেশন ডিসপিউট-র মীমাংসা
করা হবে। রাজ্য সরকারের আইন দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।
0 মন্তব্যসমূহ