৪০তম ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ত্রিপুরা দিবস উদযাপিত-Sabuj Tripura


সবুজ ত্রিপুরা 

২০ নভেম্বর
শনিবার

নিজেস্ব প্রতিনিধিঃ নয়াদিল্লির প্রগতি ময়দানে অনুষ্ঠিত ৪০তম ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গতকাল ত্রিপুরা দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারত সরকারের ডোনার মন্ত্রকের সচিব লোক রঞ্জন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সরকারের রাবার বোর্ডের চেয়ারম্যান ড. সাবর ধনানিয়া। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিল্লির ত্রিপুরা ভবনের রেসিডেন্ট কমিশনার চৈতন্য মূর্তি, স্পেশাল রেসিডেন্ট কমিশনার সোনাল গোয়েল এবং রাজ্য সরকারের শিল্প ও 

                             হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন 

বাণিজ্য দপ্তরের অধিকর্তা তড়িৎ কান্তি চাকমা।অনুষ্ঠানের উদ্বোধন করে ভোনার মন্ত্রকের সচিব লোক রঞ্জন বলেন, উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা একটা সুন্দর রাজ্য। এই রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতির এতিহ্য রয়েছে। এবছর ত্রিপুরা তার পূর্ণরাজ্য প্রাপ্তির সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করছে। তিনি ত্রিপুরার প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের অকৃত্রিম আতিথেয়তার কথা উল্লেখ করে সবাইকে ত্রিপুরার মনোরম পর্যটন কেন্দ্রগুলি ঘুরে দেখার আহবান জানান। তিনি বলেন, এক সময় ত্রিপুরা ছিলো অনেকেরই অজানা। কিন্তু বর্তমানে বিভিন্ন উন্নয়নের ছোঁয়ায় ত্রিপুরা এক নতুন পরিচিতি লাভ করেছে। বিশেষ অতিথির ভাষণে ভারত সরকারের রাবার বোর্ডের চেয়ারম্যান ড. সাবর ধনানিয়া বলেন, আজকের এই দিনটি ত্রিপুরার জন্য একটি বিশেষ দিন। প্রাকৃতিক সম্পদে ত্রিপুরা এক পরিপূর্ণ রাজ্য। রাবার উৎপাদনের দিক দিয়ে অনেকটাই এগিয়ে আছে। তিনি 

বলেন, বর্তমান সরকারের আন্তরিক প্রয়াসে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ফলে জনগণের জীবনযাত্রার মানের উন্নয়ন হয়েছে। গড়ে উঠেছে স্বনির্ভরতা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা তড়িৎ কান্তি চাকমা। অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন রাজ্য সরকারের শিল্প উন্নয়ন নিগমের ওএসডি রাজেশ কুমার দাস। ৪০তম ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলার ত্রিপুরা দিবস উদযাপন অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট শিল্পী রাকেশ কিশোর দেববর্মা, বিপাশা রিয়াং ও অধিরাজ দেববর্মা সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন গুরু বিহারী সিং ডান্স একাডেমি ও দশমী রিয়াংপাড়া হজাগিরি ডান্স একাডেমির শিল্পীগণ। অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত দর্শকদের মধ্যে বিশেষ উৎসাহ পরিলক্ষিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu