মুড়াসিং সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন-Sabuj Tripura

 

 সবুজ ত্রিপুরা 

২০ নভেম্বর
শনিবার

নিজেস্ব প্রতিনিধিঃ মুড়াসিং সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে গতকাল রাতে শান্তিরবাজার মহকুমায় মুড়াসিং সাংস্কৃতিক উৎসব উদযাপিত হয়। মহকুমার পশ্চিম পৃতিছড়ি এডিসি 

ভিলেজের মুড়াসিং পাড়ার মুক্তমঞ্চে অনুষ্ঠিত এই উৎসবের উদ্বোধন করেন ত্রিপুরা স্বশাসিত এলাকা জেলা পরিষদের মুখ্য কার্যানি্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জনজাতিদের সাংস্কৃতিক পরম্পরা রক্ষায় 

                        হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন 

যুব সমাজকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করার আহান জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি বিধায়ক প্রমোদ জানিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্য অতিথিগণের মধ্যে বক্তব্য রাখেন মুড়াসিং জনগোষ্ঠীর বিশিষ্টজন চন্দ্রবাসী মুড়াসিং সুনীল মুড়াসিং, হরেন্দ্র রিয়াং প্রযুখ। তাছাড়াও বক্তব্য রাখেন এমডিসি দেবজিৎ ত্রিপুরা, এমডিসি সঙ্জিত রিয়াং। মুড়াসিং সম্প্রদায়ের হদা রামগোপাল মুড়াসিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন মুড়াসিং উৎসব কমিটির সম্পাদক অশ্বিনী কুমার মুড়াসিং। অনুষ্ঠানে বিভিন্ন জনজাতি গোষ্ঠীর সমাজপতিগণও উপস্থিত ছিলেন। তথ্য ও সংস্কৃতি দপ্তর স্থানীয় মুক্তমঞ্চে সারা রাতব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। রাজ্য সরকারের ৯টি দপ্তর থেকে প্রদর্শনী মন্ডপ খোলা হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu