খোয়াইতে সংবিধান দিবস উদযাপন-Sabuj Tripura
সবুজ ত্রিপুরা ২৭ নভেম্বর
শনিবার
নিজেস্ব প্রতিনিধিঃ সমগ্র রাজ্যের সাথে আজ খোয়াইতেও সংবিধান দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে খোয়াই জেলার
জেলাশাসকের কার্যালয়ে সকালে সংবিধানের প্রস্তাবনার গণপঠন অনুষ্ঠিত হয়। সংবিধানের প্রস্তাবনা পাঠ করান
জেলা প্রশাসন কার্যালয়ের ডেভেলপমেন্ট অফিসার এন এস চাকমা। সংবিধান প্রস্তাবনা গণপঠনে অংশগ্রহণ
করেন জেলাশাসক স্মিতা মল, অতিরিক্ত জেলাশাসক সুশান্ত সরকার, সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রটে শংকর নারায়ণ
দাস, ডিসি বিধান চন্দ্র রায় সহ জেলা প্রশাসন কার্যালয়ের অন্যান্য অফিসার ও কম্মীগণ। এদিন খোয়াই মহকুমা
শাসক কার্যালয়ে সংবিধানের প্রস্তাবনা পাঠ করান মহকুমা শাসক অসিত কুমার দাস। মহকুমা শাসকের কার্যালয়ে
গণপঠনে মহকুমা প্রশাসন কার্যালয়ের অফিসার ও কম্মীগণ অংশগ্রহণ করেন। খোয়াই জিলা পরিষদ কার্যালয়ে
সংবিধান প্রস্তাবনা পাঠ করান জিলা পরিষদ কার্যালয়ের পঞ্চায়েত দপ্তরের সহ অধিকর্তা অনুপম চাকমা।
0 মন্তব্যসমূহ