ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চড়িলাম শাখায় ১০৩২৩ শিক্ষকদের ডেপুটেশন - Sabuj Tripura

সবুজ ত্রিপুরা 
১০ আগস্ট
মঙ্গলবার


নিজস্ব প্রতিনিধিঃ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চড়িলাম শাখায় মঙ্গলবার বেলা ১২ ঘটিকায় ডেপুটেশন প্রদান করলো ১০৩২৩ এর শিক্ষকরা।তাদের দাবি রাজ্য সরকার করোনা পরিস্থিতিতে ঘোষণা করেছে সেপ্টেম্বর মাস পর্যন্ত লোনের ইএমআই দিতে হবে না। কিন্তু গ্রামীণ 

ব্যাংক রাজ্য সরকারের সিদ্ধান্তকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে বলে  শিক্ষকদের অভিযোগ। কারণ গত বৃহস্পতিবার ত্রিপুরা গ্রামীণ ব্যাংক চড়িলাম শাখার পক্ষ থেকে ১০৩২৩ এর গ্রেজুয়েট শিক্ষক বিজয় দেববর্মার বিশ্রামগঞ্জ মাস্টারপাড়া বাড়ির সামনে গ্রামীণ ব্যাংক এর 



তরফ থেকে একটি পোস্টার লাগিয়ে দেওয়া হয়। বাড়িটি নাকি ক্রুক করেছে ব্যাংক । কোনরকম ইনফরমেশন দেওয়া হয়নি ব্যাংকের তরফ থেকে এমনটাই অভিযোগ করেছেন বিজয় দেববর্মা। যদিও চাকরি যাবার পর থেকে বিজয় দেববর্মা বিশ্রামগঞ্জ বাড়িতে থাকেন না। চড়িলাম রংমালা এডিসি ভিলেজ কমিটির অন্তর্গত হেরমা এলাকায় থাকেন বিজয় বাবু। ব্যাংক যখন বাড়িটির সামনে নোটিশ 

লাগায় তখন পার্শ্ববর্তী বাড়ির লোকজন ফোন করে বিজয় বাবুকে ঘটনা জানান। বিজয় দেববর্মা ২০১৬ সালে গ্রামীণ ব্যাংক চড়িলাম শাখা থেকে ১০ লক্ষ টাকা হাউজ লোন নিয়েছিলেন। ৫ লক্ষ টাকা চাকরি থাকাকালীন পরিশোধ করে দিয়েছিলেন। যেদিন থেকে চাকরি নেই বেতন বন্ধ হয়েছে সেই দিন থেকে উনি আর লোনের ইএমআই 

দিতে পারছেন না। যার ফলে ব্যাংক এই পদক্ষেপ নিয়েছে।১০৩২৩ এর সংগঠন এর রাজ্য নেতৃত্ব অজয় দেববর্মা জানান উনারা নাকি গ্রামীণ ব্যাংকের জেনারেল ম্যানেজারের সঙ্গে কথা বলেছেন যতদিন বিকল্প কর্মসংস্থান না হয় ততদিন যাতে তাদেরকে ছাড় দেওয়া হয়। জেনারেল ম্যানেজার নাকি আশ্বস্ত করেছিলেন। তারপর হঠাৎ করে 

বিজয় দেববর্মা বাড়িতে নোটিশ লাগানোর ফলে চিন্তিত হয়ে পড়েন বিজয় দেববর্মা সহ ১০৩২৩ এর অনেক শিক্ষক শিক্ষিকা। বিজয় দেববর্মা প্রতি যাতে ব্যাংক সহানুভূতিশীল হয় শুধু বিজয় কেন ১০৩২৩ এর যারা বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়েছেন তাদের প্রতি যাতে ব্যাংক গুলো সহানুভূতিশীল হয় তার জন্য রাজ্য নেতৃত্ব সহ বিজয় দেববর্মা চড়িলাম গ্রামীণ ব্যাংক এসে ডেপুটেশন দিয়েছেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu