ভেহিকেল চেকিং এ বসে বড়ো সড়ো সাফল্য ত্রিপুরা পুলিশের, উদ্ধার ৩০ লক্ষ্য টাকার গাঁজা - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
৭ জুন
সোমবার

তেলিয়ামুড়া প্রতিনিধি:- নিত্য দিনের মতো সোমবার সাতসকালে ভেহিকেল চেকিং এ বসে বড়ো সড়ো সাফল্য পেলো মুঙ্গিয়াকামী থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় সোমবার সাতসকালে মুঙ্গিয়া কামী থানাধীন ৩৭ মাইল শিব মন্দির এলাকার জাতীয় সড়কে ভেহিকেল চেকিং এ বসে। 

অন্যান্য লরির পাশাপাশি এএস০৪এসি-২২৯৫ নাম্বারের লরিটি চেকিং করতেই শুকনো গাজার সন্ধান পায় এই গাড়িটিতে। পুলিশ সাথে সাথে গাড়িটি তল্লাশি চালায়ে ৬১৩ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। যার বাজার মূল্য আনুমানিক ৩০ লাখ ৬৫ হাজার টাকা। 

এদিকে পুলিশ চালক এবং সহ চালক অর্থাৎ সঞ্জীব দেববর্মা(৩৫) এবং সঞ্জীত দেববর্মা(৩৪)সহ ৬ চাকার লড়িটিকে মুঙ্গিয়া কামী থানায় নিয়ে যায়। পুলিশ জানায় ধৃত দুই যুবকের বাড়ি খোয়াই মহকুমা এলাকায়। 

সোমবার সাতসকালে শুকনো গাঁজা উদ্ধারের সাফল্য হন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া, মুঙ্গিয়াকামী থানার ওসি দ্রুবজয় রিয়াং এবং এসআই রঞ্জিত দাস সহ থানার অন্যান্য পুলিশ কর্মীরা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu