ভয়াবহ যান দুর্ঘটনায় গুরুতর আহত এক, দুর্ঘটনাগ্রস্ত অটোচালক থানায় আটক - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
৭ জুন
সোমবার

তেলিয়ামুড়া প্রতিনিধি:-  তেলিয়ামুড়া থানাধীন ডিএম কলোনি এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে রবিবার আনুমানিক ৭ টা ১৫ মিনিট নাগাদ যান দুর্ঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর এলাকার বাসিন্দা ইন্দ্রজিৎ মজুমদার(৪২) বাইসাকেল করে বাড়ির উদ্যেশ্যে যাচ্ছিলেন। 

অপর দিক থেকে টিার০১সি৩২২৯ নাম্বারের অটোরিকশা ইন্দ্রজিৎ মজুমদারকে সজোরে আঘাত করে। এলাকাবাসী সুত্রে খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত অবস্থায় উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। 

ইন্দ্রজিৎ মজুমদারের মাথায় গুরুতর আঘাত লাগার কারনে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলার জি বি হাসপাতালে রেফার করেন। এদিকে তেলিয়ামুড়া থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত অটো এবং অটোচালক কান্তি ভট্টাচার্য্যকে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu