সবুজ ত্রিপুরা
২৯ মে
শনিবার
পানিসাগর প্রতিনিধি:- করোনা মহামারীর গ্রাফ দিনদিন ঊর্ধ্বমুখী হওয়ার কারণে মানুষকে সচেতন করা এবং মাস্ক পরিধানের পক্ষে অগ্রসর করে তুলা অত্যন্ত প্রয়োজন।
এর জন্য অল ত্রিপুরা গভর্নমেন্ট সায়েন্স টিচার এর উদ্যোগে গতকাল পানিসাগর মহাকুমার অন্তর্গত তিলথৈ বাজারের পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে মাক্স বিতরণ করা হয়। উক্ত মাক্স বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেওছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীযুক্ত নিপেন্দ্র দেবনাথ মহাশয়।
এবং উক্ত অনুষ্ঠানে ছিলেন অল ত্রিপুরা গভমেন্ট সাইন্স টিচার এর পানিসাগর মহাকুমা কমিটির সদস্য দেবাশীষ দত্ত। উক্ত অনুষ্ঠানকে সাধুবাদ জানিয়েছেন এলাকার শুভ বুদ্ধিসম্পন্ন জনগণ।
0 মন্তব্যসমূহ