জাম্পুইজলা আর ডি ব্লকের রামনগরে আটক দুই কুখ্যাত গরু চোর - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
৩১ মে
সোমবার

বিশালগড় প্রতিনিধি:- জানা যায় আনন্দপুর এলাকা থেকে ৫ কুখ্যাত গরু চোর  গরু চুরি করে নিয়ে আসার পথে রামনগর এডিসি ভিলেজ আসতেই এলাকার জনগণ হাতেনাতে ধরে ফেলেন। 

ঘটনাস্থল থেকে তিনজন গরু চোর পালিয়ে যেতে সক্ষম হয় এবং দুজনকে জনজাতি লোকেরা আটক করে এবং উত্তম মাধ্যম দিয়ে বেঁধে রাখেন। এবং সঙ্গে সঙ্গে খবর দেন বিশ্রামগঞ্জ থানায়। 

খবর পেয়ে পুলিশ এবং টিএসআর কর্মীরা ছুটে গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে কুখ্যাত চোর সুকুমার দেববর্মা এবং রঞ্জিত দেববর্মা কে ধরে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে আসেন। এবং আটককৃত গরু গুলি মালিকের হাতে তুলে দেন বিশ্রামগঞ্জ থানা পুলিশ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu