স্যুইচ গেইট থেকে উদ্ধ্যার ১৩ বর্ষীয়া নাবালিকার দেহ এলাকায় চাঞ্চল্য - Sabuj Tripura News


সবুজ ত্রিপুরা
৬ মে
বৃহস্পতিবার

পানিসাগর প্রতিনিধিঃ- ঘটনা উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত পদ্মবিল ইন্দুরাইল উরাং বস্তি তিন নং ওয়ার্ডে। ঘটনার বিবরনে প্রকাশ বিগত ছয় দিন যাবৎ ঐ এলাকার মহাবুল হালামের বাড়িতে গৃহ পরিচারিকার কাজে লিপ্ত হয় একই এলাকার দিলিপ বিল এবং আলামনি বিলের ১৩ বর্ষীয়া নাবালিকা কন্যা কল্পনা বিল।

বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ হঠাৎ করে ঐ বাড়ি থেকে বের হয়ে মেয়েটি আর ঘরে ফিরেনি। এর প্রায় ঘন্টা খানেক পরে ওই এলাকার দুইটি ছেলে দেখতে পায় এলাকাতে জল সেচের জন্য নির্মিত স্যুইচ গেইটে মেয়েটি ঝুলন্ত অবস্থাতে রয়েছে। তড়িঘড়ি বিষয়টি এলাকাবাসীদের জানালে ঐ স্থানে এলাকাবাসীরা জড়ো হন এবং বিষয়টি প্রত্যক্ষ করেন। মেয়েটিকে সনাক্ত করে পরিবারে খবর পাটালে পরিবারের লোকজন ঘটনা স্থলে আসেন এবং মেয়েটিকে ঝুলন্ত অবস্থাতে দেখে কান্নায় ভেঙে পড়েন। 

ঝুলন্ত অবস্থাতে থাকা মেয়েটিকে নামিয়ে নিজ বাড়িতে নিয়ে আসেন। এই খবর পেয়ে পানিসাগর থানার বড় বাবু সৌগত চাকমা, পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌভিক দে এবং এসআই বিশ্বজিৎ দেব্বর্মা ঘটনা স্থলে পৌছান। এই ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu