২৪ মে
সোমবার
তেলিয়ামুড়া প্রতিনিধি:- বর্তমান করুণা পরিস্থিতির কথা মাথায় রেখে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের এক সিদ্ধান্ত মূলে তেলিয়ামুড়া হাট-বাজার অন্যত্র সরিয়ে নেওয়া হলো। যাতে করে মানুষ বর্তমান করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে হাট-বাজার করতে পারে।
সোমবার ছিল তেলিয়ামুড়া হাট বার। এদিন হাট বসে তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলাকেন্দ্র তথা টাউন হল প্রাঙ্গণে। টাউন হলের মাঠ প্রাঙ্গণ ছিল ভর্তি ছিল না বিন্দুমাত্র সামাজিক দূরত্ব।
দেখে মনে হচ্ছিল যেন ত্রিপুরা রাজ্য করোনা মুক্ত হয়ে গেছে। সোমবার সকালে তেলিয়ামুড়া হাট-বাজার কেমন চলছে, সামাজিক দূরত্ব কতটুকু বজায় রয়েছে তা খতিয়ে দেখতে চিত্রাঙ্গদা কলা কেন্দ্রের মাঠে ছুটে আসেন তেলিয়ামুড়া ডিসিএম দেবপ্রিয়া দাস।
0 মন্তব্যসমূহ