পশ্চিমবঙ্গের সন্ত্রাসের প্রতিবাদ জানালেন তেলিয়ামুড়া বিজেপি দলের কর্ম কর্তাগন-Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
৫ মে
বুধবার

তেলিয়ামুড়া প্রতিনিধি:- নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই সন্ত্রাস অব্যাহত পশ্চিমবঙ্গে। সন্ত্রাসে জনগন দিশেহারা খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ মারাত্মক ঘটনা চলছে পশ্চিমবঙ্গে। গোটা পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীরা অনেক আতঙ্কে দিন যাপন করছেন। 

এরই প্রতিবাদ জানিয়ে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মন্ডলের উদ্যোগে বুধবার দুপুর বারোটা নাগাদ বিজেপি দলের কর্মীরা গলায় প্লেকার্ড ঝুলিয়ে প্রতিবাদ জানান। এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডঃ অতুল দেববর্মা, মন্ডল সভাপতি নির্মল সরকার সহ মন্ডলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

এ প্রসঙ্গে বলতে গিয়ে বিধায়ক ডঃ অতুল দেববর্মা বলেন আজকের যে এই প্রতিবাদ কর্মসূচি তা শুধু কৃষ্ণপুর মন্ডলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এই প্রতিবাদ কর্মসূচি গোটা ত্রিপুরা রাজ্যের ৬০ টি মন্ডলের মধ্যে ছড়িয়ে পড়বে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu