তেলিয়ামুড়া প্রতিনিধি:- ঘটনা মঙ্গলবার সকাল আনুমানিক প্রায় এগারোটা নাগাদ চাকমাঘাটের আসাম আগরতলা জাতীয় সড়কে। ঘটনার বিবরণে জানা যায় চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের এলাকাবাসীরা দীর্ঘ প্রায় ৬-৭ দিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন। এলাকাবাসীদের একটিমাত্র জলের উৎস দীর্ঘ প্রায় ছয় থেকে সাত দিন ধরে বিকল হয়ে রয়েছে।
এলাকাবাসীদের পক্ষ থেকে স্থানীয় পঞ্চায়েত প্রধান-মেম্বার সহ অন্যান্যদের জানানো হলেও এখন পর্যন্ত কোনো মেরামত হয়নি পানীয় জলের একমাত্র উৎসটি। তাই এলাকাবাসীরা এখন নদীর জল পান করছেন। পঞ্চায়েত প্রধান-মেম্বার সহ অন্যান্যদের জানিয়েও কাজের কাজ না হওয়ায় বাধ্য হয়ে তারা মঙ্গলবার সকাল এগারোটায় চাকমাঘাট পুরানবাজার সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়ক পথ অবরোধ করে বসেন।
ঘটনাস্থলে উপস্থিত হন পঞ্চায়েতের মেম্বার-প্রধান এবং পুলিশ সহ অন্যান্যরা। পরবর্তীতে স্থানীয় পঞ্চায়েত মেম্বার-প্রধান সহ পুলিশ প্রশাসনের আশ্বাস পেয়ে পথ অবরোধ মুক্ত করেন প্রমিলা বাহিনী। প্রমিলা বাহিনীদের আশ্বস্ত করা হয় যতদিন পর্যন্ত পানীয় জলের উৎস মেরামত না করা হবে ততদিন পর্যন্ত গাড়ি যুগে ওই এলাকায় জল সরবরাহ করা হবে।
0 মন্তব্যসমূহ