করোনা সারলে কী খাবেন- Sabuj Tripura News


সবুজ 
ত্রিপুরা
২৯ এপ্রিল
বৃহস্পতিবার

বিশেষ প্রতিনিধিঃ- বিশ্বজুড়ে করোনা মহামারিতে জনবীজন বিপর্যস্ত তবে আশার ব্যাপার হচ্ছে সেরে উঠছেন বেশিরভাগ রোগী । মৃত্যুহার এখনও ২ শতাংশের কম। তবে যারা করোনা থেকে সুস্থ হচ্ছেন, তাদের দীর্ঘ ও স্বল্পমেয়াদী শারীরিক সমস্যা থেকেই যাচ্ছে। 

করোনা পজিটিভ থেকে নেগেটিভ হলেই তাই একেবারে চিন্তামুক্ত হওয়ার অবকাশ নেই। নিতে হবে শরীরের সঠিক যত্ন। টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে লিখেছেন সজল সরকার।করোনামুক্ত হওয়ার পরও প্রতিদিন সকালে মৌসুমী ফল অন্তত এক প্লেট করে খাবেন। অবশ্যই ফলটা ফ্রেশ হওয়া চাই। 
ফল আপনার শরীরের ক্ষতিগ্রস্ত টিস্যু ও অঙ্গগুলোকে সতেজ রাখবে। আস্ত ফল খেতে ভালো না লাগলে জুস বানিয়ে খান।গরুর দুধ নিঃসন্দেহে আদর্শ খাবার। চেষ্টা করবেন অর্গানিক দুধ খুঁজে বের করতে। একেবারে ঘাস খাওয়া গরুর দুধ হলে তো কথাই নেই। করোনার পর শরীরকে ভিটামিনে ভরপুর রাখতে দুধই আদর্শ।পোস্ট-করোনা শারীরিক দুর্বলতা কাটাতে বিভিন্ন ধরনের সবজি খান। আমরা সচরাচর ভাতের সঙ্গেই সবজি খেয়ে অভ্যস্ত। এবার অভ্যাসটা বদলে বাটিতে ভরে সবজি খান যখন তখন। এতেও দ্রুত দুর্বলতা কাটিয়ে উঠবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu