পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের অর্থবছরের উন্নয়ন মুলক পরিকল্পনা-Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
১ এপ্রিল
বৃহস্পতিবার

বিশেষ প্রাতিনিধি:-পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ২০২১-২২ অর্থবছরের জেলা পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা নিয়ে সম্প্রতি এক সভা ও প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণ শিবির ও সভায় সভাপতিত্ব করেন পশ্চিম ত্রিপুরা জেলাপরিষদের সভাধিপতি অন্তরা সরকার (দেব)।সভায় উপস্থিত ছিলেন সহকারি সভাধিপতি হরিদুলাল আচার্য।তাছাড়াও উপস্থিত ছিলেন জেলাপরিষদের বিভিন্ন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানগণ, জিলা 

পরিষদের সদস্য-সদস্যাগণ এবং জিলা পরিষদের  সি ই ও অসীম সাহা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ।পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন কার্যালয়ে অনুষ্ঠিত এই শিবিরে সিপার্ডের পঞ্চায়েত প্রশিক্ষণ আধিকারিক ভাস্কর দাশগুপ্ত জেলা পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং জেলা পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়।প্রশিক্ষণ শিবিরে সিপার্ডের পঞ্চায়েত প্রশিক্ষণ আধিকারিক সভায় জানান, জেলার পঞ্চায়েতগুলির উন্নয়নের জন্য কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের এই পরিকল্পনা একটি সম্পূর্ণ নতুন পদক্ষেপ।এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে প্রথমেই জেলাপরিষদের সভাধিপতিকে চেয়ারম্যান ও সহকারি সভাধিপতিকে ভাইস চেয়ারম্যান করে জেলা পঞ্চায়েত পরিকল্পনা কমিটি গঠন করতে হবে।সেই কমিটির সদস্য সচিব হিসাবে থাকবেন পঞ্চায়েত দপ্তরের অধিকারিক এবং সদস্য হিসাবে থাকবেন বিভিন্ন দপ্তরের জেলা আধিকারিকগণ।তাছাড়া জনপ্রতিনিধিদের মধ্যে এই কমিটির সদস্য হিসাবে থাকবেন জেলাপরিষদের সদস্য-সদস্যাগণ, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানগণ।এবং 

গ্রামপঞ্চায়েত প্রধানগণ।এই জেলা পঞ্চায়েত পরিকল্পনা কমিটি বিভিন্ন ক্ষেত্রে কার্যকরি দল তৈরী করে পঞ্চায়েত উন্নয়নে কাজ করবে।এই দলের মধ্যে যে কর্মসূচিগুলি থাকবে সেগুলি হল, পাবলিক এডমিনিস্ট্রেশান এবং অর্থ বিষয়ক পরিসংখ্যান ও তার সংরক্ষণ, কৃষি উৎপাদিত দ্রব্য সামগ্রীর মজুত প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ।এরমধ্যে রয়েছে মৎস্য চাষ, নিশ্চিত কর্মসংস্থান প্রকল্প, জল ও ভূমি সংরক্ষণ,পরিবেশবান্ধব রক্ষনাবেক্ষণ, প্রাণী সম্পদের উন্নয়ন, ক্ষুদ্ৰব্যবসা, দারিদ্র দূরীকরণ, সামাজিক ন্যায় বিচার, মহিলা উন্নয়ন ও ক্ষমতায়ন, তপশিলী 

জাতি ও জনজাতি উন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টি, পানীয় জল ও শৌচাগার, শিক্ষা-সংস্কৃতি ও যুবকল্যাণ, পূর্ত ও বিদ্যুৎ বিভাগের কর্মসূচির উন্নয়ন এবং প্রাকৃতিক বিপর্যয় সংক্রান্ত বিষয়।এই সমস্ত বিষয়ে জেলাস্তরে গঠিত দলগুলি জেলার প্রতিটি পঞ্চায়েতের উন্নয়ন কর্মসূচির পরিকল্পনা তৈরী করে মানুষকে আত্মনির্ভর করার লক্ষ্যে কাজ করবে।প্রশিক্ষণ শিবির ও জেলা পরিষদের এই সভায় পরিষদের সভাধিপতি অন্তরা সরকার (দেব) জেলা পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা রূপায়ণে সকলের সহযোগিতা কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu