অগ্নিদগ্ধ যাত্রীবাহী অটোরিকশা এবং চুরি হলো হালের গরু- Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
2 এপ্রিল
শুক্রবার
পানিসাগর প্রতিনিধি:-ঘটনা উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর নগর পঞ্চায়েতের ৭ নং ওয়ার্ডের ভগৎ সিং স্মরণীয় বসবাসকারী পীযূষ নাথ এর পুত্র প্রণয় কান্তি নাথ এর বাড়িতে।ঘটনার বিবরণে জানা যায় যে অটোচালক পীযূষ প্রতিদিনের মত গতকাল বুধবার রাত আনুমানিক রাত ৯ ঘটিকায় নিজের TR 05 A 2907 নাম্বারের অটোরিকশাটি নিজের বসতঘরের বারান্দায় তুলে রেখে,খাওয়া-দাওয়া 
শেষে রাত্রিতে সপরিবারে ঘুমিয়ে পড়েন।রাত আনুমানিক ১২ ঘটিকায় নিজের শোবার ঘরের প্রচুর পরিমাণে ধোয়া প্রবেশ করার কারণে ঘুম ভেঙ্গে যায়।সাথে সাথে ঘর থেকে বের হতেই দেখতে পান যে নিজের অটোরিকশাটি আগুনে জ্বলছে।তাতেই চিৎকার চেচামেচি করাতেই বাড়ির ভেতর থেকে এক দুষ্কৃতী দৌড়ে পালিয়ে যেতে দেখতে পান।অটোচালকের চিৎকার-চেঁচামেচিতে 

পাড়া প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় কিন্তু ততক্ষণে অটোরিকশাটি সম্পূর্ণ জ্বলে পুড়ে ছাই হয়ে যায় এবং বসত ঘরের দেওয়াল ও টিনের ছাউনির প্রচুর ক্ষতিগ্রস্ত হয়।ঘটনার খবর পেয়ে পানিসাগর থানার পুলিশ কর্মী ঘটনাস্থল পরিদর্শন করতে গেলে অটোচালক পীযূষ নাথ পুলিশ কর্মীদের কাছে তুলে ধরেন যে আগুন লেগেছে টের পেয়ে ঘর থেকে বের হতেই নিজ বাড়ি থেকে যে ব্যক্তিকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছিলেন, তারা নিজ এলাকারই পরিচিত ব্যক্তি।অটোচালকের সম্পূর্ণ সন্দেহ যে সেই ব্যক্তি আক্রোশ বসত অটোরিকশাতে অগ্নিসংযোগ করেছে।কারণ দিন কয়েক আগেই ওই ব্যক্তি সহ মোট দুজনের উপর স্থানীয় এলাকায় গরু চুরির অভিযোগে এক সামাজিক বিচার সভা হয়েছিল।ওই বিচার সভায় অটোচালকের মোটরসাইকেল থেকে বিগত কয়েকদিন পূর্বে পেট্রোল চুরি করে নিয়েছে বলে প্রকাশ্য বিচার সভায় অভিযোগ করেছিলেন অটোচালক।তাই গতকাল রাতে হয়ত আক্রোশ বসত অটোরিকশাতে অগ্নিসংযোগ করেছে বলে পূর্ণ ধারণা উনার।তৎসঙ্গে উক্ত 

এলাকায় সুজিত দাস নামে এক কৃষক সংবাদকর্মীর কাছে তুলে ধরেন যে,গতকাল রাতে পানিসাগর বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে উনার বাড়ির সামনে এক অজানা ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ সৃষ্টি হয় উনার।সাথে সাথে তিনি বাড়িতে গিয়ে নিজের গৃহপালিত ঘরটি পর্যবেক্ষণ করে দেখতে পান যে একটি হালের বলদ ঘরের মধ্যে নেই।দীর্ঘক্ষন আশপাশ খোঁজাখুঁজি করেও গরুটিকে পাওয়া যায়নি।পানিসাগর নগর পঞ্চায়েত এলাকায় প্রতিনিয়ত গরু,মোটরসাইকেল ইত্যাদি চুরির ঘটনা সংগঠিত হচ্ছে।প্রতিদিন রাতে নগর পঞ্চায়েত এলাকায় একের পর এক চুরি ও নাশকতামূলক ঘটনা সংঘটিত হওয়ার কারণে এলাকায় বসবাসকারীদের রাতের ঘুম উধাও হয়ে গিয়েছে।তৎসঙ্গে মানুষের মনে এক আতঙ্কের ছায়া বইছে।এমতাবস্থায় প্রত্যেকটা বিষয়ের অভিযোগ স্থানীয় পানিসাগর থানায় এলাকাবাসীরা করে আসছেন।কিন্তু প্রশাসন পক্ষ থেকে তার কোনো প্রতিফলন পাওয়া যাচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu