সবুজ ত্রিপুরা
১৭ এপ্রিল
শনিবার
ধর্মনগর প্রতিনিধি: বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী এর উদ্যোগে ত্রিপুরা বরাক বিভাগ (আসাম প্রান্ত) দুদিন ব্যাপী বার্ষিক কার্য্যকর্তা বৈঠক আজ বিকেলে থেকে ত্রিপুরেশরী শিশু মন্দির পদ্মপুর ধর্মনগর এ শুরু হয়।
এই বৈঠকে উপস্থিত থাকেন শ্রী হনুমান্ত রাও, অখিল ভারতীয় সহ সভাপতি, বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী, এবং শ্রী প্রবীণ ধাবলকর, অখিল ভারতীয় কোষঅধ্যক্ষ,বিবেকানন্দ কেন্দ্র,কন্যাকুমারী।
সমগ্র বৈঠকটি পরিচালনা করার দায়িত্ব নেয় স্বাগত সমিতি ধর্মনগর। এই স্বাগত সমিতির সভাপতি শ্রী নানিগোপাল দেবনাথ, শিশির রায়, সম্পাদক, সৌমিত্র কিশোর সরকার , কোষা অধ্যক্ষ এছাড়াও অনেক কার্য্যকর্তা।
0 মন্তব্যসমূহ