সবুজ ত্রিপুরা
৬ এপ্রিল
মঙ্গলবার
বিশালগর প্রতিনিধি:- গোলাঘাটি কেন্দ্রের চরিলাম বিধানসভার অধীন ধরিয়াথল বুথ কেন্দ্রে ভাঙচুর করা হয়েছে ।
খবরে জানা যায় প্রিসাইডিং অফিসারের টেবিলসহ স্কুলের দরজা জানালা ভাঙচুর করা হয়। এই ভাঙচুরকে নিয়ে অনেক হুড়াহুড়ি শুরু হয়। পরে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তারক্ষীদের আকাশে এক রাউন্ড গুলি ছুড়তে হয়। ইভিএম মেশিনও ভাংচুরের চেষ্টা করা হয় বলে খবরে জানা যায়।
0 মন্তব্যসমূহ