সবুজ ত্রিপুরা
৭ এপ্রিল
বুধবার
ধর্মনগর প্রতিনিধি:- অগণিত জনতার চোখের জল ও বুক ভরা বেদনায় শেষ বিদায় নিল ধর্মনগর ভাগ্যপুর গ্রামের ছেলে বীর শহীদ শম্ভু রায়। মঙ্গলবার ধর্মনগরে কয়েক সহস্রাধিক জনতার ভিড় শহীদের প্রতি আন্তরিকতার এক নজির সৃষ্টি করল। প্রসঙ্গত শনিবার ছত্রিশগড়ের বিজাপুরে নকশালি দের দমন করতে গিয়ে নকশালি হামলায় শহীদ হন দেশের বীর সন্তান তথা ধর্মনগরের ছেলে শম্ভু রায়।রবিবার তার শহিদ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই গোটা রাজ্যে সাথে
অধীর অপেক্ষায় ছিলেন। শহীদ কে অন্তিম শ্রদ্ধা জানানোর জন্য। দীর্ঘ অপেক্ষার পর মঙ্গলবার সকাল ৮.১০ মিঃ এয়ার ইন্ডিয়ার বিমানে শহীদ শম্ভু রায় দেহ রাজ্যের মহারাজা বীর বিক্রম বিমান বন্দরে আসে। বিমানবন্দরে তাকে শ্রদ্ধাঞ্জলি জানান সাংসদ প্রতিমা ভৌমিক। এবং আগরতলা স্থিত সিআরপিএফের উচ্চ আধিকারিকরা। সেখান থেকেই শম্ভু রায়ের কফিন বন্দি দেহ সিআরপিএফের সুসজ্জিত গাড়িতে করে সড়কপথে ধর্মনগরে উদ্দেশ্যে রওনা হয়। এদিকে মঙ্গলবার সকাল থেকেই ধর্মনগরের জনগন শেষ দেখা দেখার জন্য গোটা শহরে ভিড় জমান। বেলা দুপুর ১ টা নাগাদ শহীদের শবদেহ নিয়ে ধর্মনগরে আসে সিআরপিএফের গাড়ি। প্রায় দুই সহস্রাধিক বাইক রেলির মধ্য দিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শব দেহ সমেত শম্ভু রায় কে তার নিজ বাসভবন ধর্মনগর ভাগ্যপুর এলাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। শবদেহের গাড়ির সাথে সাথে পায়ে হেঁটে প্রায় কয়েক সহস্রাধিক জনগণ ভিড় জমায় শম্ভু রায়ের বাড়ির
পাশে ১৬৬ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানের ময়দানে। সেই ময়দানে শহীদ কে রাষ্ট্রীয় মর্যাদায় জ্ঞাপনের সাথে সাথে শহীদের কফিনে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান সিআরপিএফ এর ডিজি সৎপাল রাওয়াত, শ্রদ্ধা জানান ধর্মনগরের বিধায়ক বিশ্ব বন্ধু সেন, জেলা শাসক নাগেশ কুমার, মহকুমা শাসক কমলেশ ধর, রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী। এছাড়া সিআরপিএফের বিভিন্ন আধিকারিক সহ বিএসএফ আধিকারিক ও শম্ভু রায়ের পিতা দীপক রায় সহ পরিবার পরিজনেরা। সেখান থেকেই শহীদের দেহ বাড়ির সম্মুখে দাহ করে শেষকৃত্য সম্পন্ন করা হয়। সিআরপিএফ ডিজি সৎপাল রাওয়াত জানিয়েছেন
শম্ভু রায় ২১০ ব্যাটেলিয়ান সিআরপিএফের কোবরা কামান্ডো হিসেবে কাজ করতেন। সে আসাম ব্যাটেলিয়ানে ছিল। আচমকা ছত্রিশগড়ের নকশালি দের প্রতিরোধ করতে তাদের আসাম থেকে ছত্রিশগড়ে নিয়ে যাওয়া হয়। সেখানেই নকশালীদের সাথে পাল্টা আক্রমণ করতে গিয়ে শম্ভু রায় শহীদ হয়। নকশালীদের আক্রমণে একইসাথে প্রায় ২২ জন জাওয়ান এর মৃত্যু হয়। আগামীতেও শহিদের পরিবারের সাথে উনারা থাকবেন বলে আশ্বাস দেন ডিজি শতপাল রাওয়াত।
0 মন্তব্যসমূহ